সোনারগাঁয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা
- আপডেট সময় : ১০:০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
- / ১০৩
মাজহারুল রাসেল :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। আজ শনিবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও বটতলা বাজার এলাকায় মিলাদ ও আলোচনা সভার আয়োজন করেন পিরোজপুর ইউনিয়নের ১, ২, ও ৩ নং ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীরা।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুলের সভাপতিত্বে ও পিরোজপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের বিএনপির সভাপতি নুরনবী মাষ্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব অধ্যক্ষ রেজাউল করিম।
এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল হক ভূইয়া, শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মালেক মাস্টার, পিরোজপুর ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, দপ্তর সম্পাদক মোঃ আব্দুর রশিদ, জেলা যুবদল নেতা হাজী রাজু আহম্মেদ রমজান,পিরোজপুর ইউনিয়ন বিএনপি নেতা ওয়াজ করোনী ফরাজি, বিএনপি নেতা মোরশেদ আলম, উপজেলা যুবদলের সাবেক সদস্য শাহিন মিয়া, যুবদল নেতা আবুল কাশেম,শম্ভুপুরা ইউনিয়ন বিএনপি নেতা কবির হোসেন ভুইয়া বাবুল, শাহাদাৎ মেম্বার,আলহাজ্ব শামছুল আলম, এডভোকেট এ.কে.এম ফজলুল হক সহ স্থানীয় বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।