মতলব উত্তর প্রতিনিধি :
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী অঙ্গ সংগঠনের প্রধান কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঘনিয়ারপাড় চৌরাস্তা বাজার সংলগ্ন মাঠে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. ফজলুল হক সরকার হান্নান।
ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধানের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নূরুল হক জিতু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর সরকার, সিনিয়র সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল।
আরো বক্তব্য রাখেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. শাকিল খাঁন, সদস্য সচিব ফরহাদ হোসেন। পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর নবী মোল্লা, ছাত্র বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেনের সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না