মতলব উত্তর প্রতিনিধি :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নে ছেলের ইটের আঘাতে মা খুন হয়েছেন। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিহত মায়ের নাম রোকেয়া বেগম (৬০)। তিনি দিঘলীপাড় গ্রামের মৃত কালু মিয়া প্রধানের স্ত্রী। এ ঘটনায় ছেলে নুরে আলম (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছানোয়ার হোসেন।
নিহত রোকেয়া বেগমের বড় মেয়ে মায়া আক্তার জানান, আমার ছোট ভাই নুরে আলম মানসিকভাবে প্রতিবন্ধী। প্রায় সময়ই সে আমাকে এবং আমার মা কে মারধর করত। আজকে শনিবার দুপুরে দিকে মায়ের সাথে এক সঙ্গে ভাত খেয়ে ঘর থেকে বের হয়ে যায়। কিচ্ছুক্ষণ পরে বারিতে ফিরে ঘরের দরজার সামনে আমার মাকে দেখতে পেয়ে নুরে আলম কোন কিছু বোঝার আগেই একটি ইট নিয়ে দৌড়ে গিয়ে আমার মায়ের মাথায় এলোপাথাড়িভাবে আঘাত করে। আঘাত পেয়ে আমার মা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটে পড়েন। পরে ঘটনাস্থলে আমার মা মারা যান। থানা পুলিশকে খবর দিলে, পুলিশ এসে আমার ছোট ভাই নুর আলমকে ধরে থানায় নিয়ে যান।
মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সানোয়ার হোসেন জানান, খবর পাওয়ার সাথে সাথেই আমি সহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে নুরে আলমকে আটক করেছি। নুরে আলম মানসিকভাবে প্রতিবন্ধী। লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন অবস্থায় আছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না