০৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

ময়মনসিংহে প্রকল্পের কর্মীদের মাঝে চেক ও সনদপত্র বিতরন

রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:৪২:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
  • / ৬১

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আরিফ রববানী, ময়মনসিংহ :

ময়মনসিংহ জেলার সদর উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের “পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ (আরইআরএমপি-৩)” এর শীর্ষক কর্মসূচির আওতায় প্রকল্পের সুবিধাভোগী নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদপত্র প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় ময়মনসিংহ সদর উপজেলা প্রকৌশল কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ১১ টি ইউনিয়নে মোট ১১০ জন নারী কর্মীদের মাঝে মোট ১ কোটি ৩২ লাখ ৪৫ হাজার ৬ শত ৫০ টাকার এসব চেক ও সনদ বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স। গত ৪ বছরের সঞ্চয়কৃত অর্থ হিসেবে তাদেরকে এ চেক প্রদান করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রকৌশল অধিদপ্তর।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স বলেন, পিছিয়ে পড়া নারী, বিধবা এবং নারী প্রধান পরিবারের দারিদ্র্যতা বিমোচনে এই প্রকল্প পরিচালিত হয়। প্রকল্পের এই টাকা আপনাদের অনেক কষ্টার্জিত টাকা, এই টাকা দিয়ে এমন কিছু করবেন যেন সংসারে স্বাচ্ছন্দ্য ফিরে আসে। তিনি দুঃস্থ ও অসহায় নারীদের আর্থ সামাজিক উন্নয়নে এই প্রকল্প পরিচালনার জন্য উপজেলা প্রকৌশলীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মনিরুল হক ফারুক রেজা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাকসুদা খাতুন, উপজেলা পরিসংখ্যান অফিসার ও দাপুনিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মেহেদী হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা মো.কামরুজ্জামান,উপজেলা মাধ্যমিক অফিসার ও সিরতা ইউনিয়ন পরিষদ এর দায়িত্ব প্রাপ্ত প্রশাসক মোঃ বেলায়েত হোসেন প্রমুখ।

সভাপতির স্বাগত বক্তব্যে উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন- দেশের বেকারত্ব কমিয়ে কর্মসংস্থান বৃদ্ধি করে উন্নত ও স্বাবলম্বী জাতি গঠনে সরকার প্রকল্পটি বরাদ্দ দিয়েছে। প্রকল্প থেকে প্রাপ্ত এই অর্থ দিয়ে গরু, হাস, মুরগী, পালন করে চেক প্রাপ্তরা স্বাবলম্বী হবেন বলে আশা করছি।

এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ সদর এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী মো.আবু হাসান শাহরিয়ার, মুহাম্মদ সাইফুল ইসলাম, কমিনিটি অর্গানাইজার মো: রাশেদুল হক সহ উপকারভোগী নারীকর্মী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

ময়মনসিংহে প্রকল্পের কর্মীদের মাঝে চেক ও সনদপত্র বিতরন

আপডেট সময় : ০৮:৪২:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আরিফ রববানী, ময়মনসিংহ :

ময়মনসিংহ জেলার সদর উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের “পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ (আরইআরএমপি-৩)” এর শীর্ষক কর্মসূচির আওতায় প্রকল্পের সুবিধাভোগী নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদপত্র প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় ময়মনসিংহ সদর উপজেলা প্রকৌশল কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ১১ টি ইউনিয়নে মোট ১১০ জন নারী কর্মীদের মাঝে মোট ১ কোটি ৩২ লাখ ৪৫ হাজার ৬ শত ৫০ টাকার এসব চেক ও সনদ বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স। গত ৪ বছরের সঞ্চয়কৃত অর্থ হিসেবে তাদেরকে এ চেক প্রদান করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রকৌশল অধিদপ্তর।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স বলেন, পিছিয়ে পড়া নারী, বিধবা এবং নারী প্রধান পরিবারের দারিদ্র্যতা বিমোচনে এই প্রকল্প পরিচালিত হয়। প্রকল্পের এই টাকা আপনাদের অনেক কষ্টার্জিত টাকা, এই টাকা দিয়ে এমন কিছু করবেন যেন সংসারে স্বাচ্ছন্দ্য ফিরে আসে। তিনি দুঃস্থ ও অসহায় নারীদের আর্থ সামাজিক উন্নয়নে এই প্রকল্প পরিচালনার জন্য উপজেলা প্রকৌশলীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মনিরুল হক ফারুক রেজা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাকসুদা খাতুন, উপজেলা পরিসংখ্যান অফিসার ও দাপুনিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মেহেদী হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা মো.কামরুজ্জামান,উপজেলা মাধ্যমিক অফিসার ও সিরতা ইউনিয়ন পরিষদ এর দায়িত্ব প্রাপ্ত প্রশাসক মোঃ বেলায়েত হোসেন প্রমুখ।

সভাপতির স্বাগত বক্তব্যে উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন- দেশের বেকারত্ব কমিয়ে কর্মসংস্থান বৃদ্ধি করে উন্নত ও স্বাবলম্বী জাতি গঠনে সরকার প্রকল্পটি বরাদ্দ দিয়েছে। প্রকল্প থেকে প্রাপ্ত এই অর্থ দিয়ে গরু, হাস, মুরগী, পালন করে চেক প্রাপ্তরা স্বাবলম্বী হবেন বলে আশা করছি।

এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ সদর এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী মো.আবু হাসান শাহরিয়ার, মুহাম্মদ সাইফুল ইসলাম, কমিনিটি অর্গানাইজার মো: রাশেদুল হক সহ উপকারভোগী নারীকর্মী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন