প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৭, ২০২৫, ৫:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৪, ১০:০৪ পি.এম
সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীর অফিসে সন্ত্রাসী হামলা, থানায় অভিযোগ দায়েরের পরও হুমকি
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসী মহড়া দিয়ে জাভেদ চৌধুরী (৪৯) নামের এক ব্যবসায়ীর অফিসে হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করার পরও তাঁকে বিভিন্নভাবে হুমকিধামকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সে।
গত (১৮ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী জাভেদ চৌধুরী নিজে বাদী হয়ে অভিযুক্ত মো: মাসুদ ভুঁইয়া (৬৩) ও তার আরও ১০-১২ জন অজ্ঞাতনামা সহযোগীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগটি দায়ের করেন।
অভিযোগপত্রে তুলে ধরা হয়েছে, (নাসিক) ২নং ওয়ার্ডস্থ মিজমিজি উত্তরপাড়া এলাকার বাসিন্দা মকবুল হোসেনের ছেলে মো.মাসুদ হোসেন ভুঁইয়ার থেকে বিগত সময়ে জালকুড়ি মৌজাস্থিত ১০ শতাংশ জমি ক্রয় করার লক্ষ্যে ভুক্তভোগী জাভেদ চৌধুরী বায়না করেন। পরবর্তীতে বায়নানামার চুক্তির সময় চলাকালীন অভিযুক্তের সেই জমির মূল্য বৃদ্ধি পাওয়ার কারনে একপর্যায়ে বাদীকে বায়নাকৃত জমি রেজিস্ট্রি করে দিতে অস্বীকৃতি জানান। এরপর ভুক্তভোগী নিরুপায় হয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে বায়নাকৃত টাকা বাদে বাকি থাকা টাকা পরিশোধ করে জমিটি তার নামে রেজিস্ট্রি করে নেন। ঠিক তখন থেকেই উক্ত বিবাদীর সঙ্গে বিরোধ সৃষ্টি হয় এবং এরপর থেকে বিভিন্ন সময় খুন জখমের হুমকি দিয়ে আসছিল তাকে। এরই জের ধরে গেলো ২৯ আগস্ট অভিযুক্তসহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জন তাকে মারধর করে গুরতর জখম করে। পরে মারধরের ঘটনায় সে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করে। যাহার মামলা নং-১৬৬/২৪।
পরবর্তী সেই মামলার আক্রশে গত ১৮ সেপ্টেম্বর দুপুর ১টার সময়ে ভুক্তভোগীর মিজমিজি মৌচাক মতিন সড়ক সংলগ্ন স্ক্যাল অফিসে অভিযুক্ত মাসুদ ভুঁইয়ার হুকুমে অজ্ঞাত নামা আরো ৫০/৬০জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রবেশ করে অফিসের ভিতর থাকা সিসি টিভি ক্যামেরা, রাউটার, চেয়ার টেবিল সহ আরো বিভিন্ন আসবাবপত্রে হামলা চালিয়ে ভাঙ্গচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি করে। তখন ভুক্তভোগী বিবাদীদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। এরপর একপর্যায়ে ভুক্তভোগীকে সন্ত্রাসীরা এলোপাথারী চর, থাপ্পর, কিল, ঘুষি ও লাথি দিয়া শরীরের বিভিন্নস্থানে নিলাফুলা জখম করে। পরে হৈ-হুল্লোড় আর ডাক চিৎকারে জাভেদের স্ত্রী পারভীন আক্তার (৪৫) এবং ছেলে আরফান চৌধুরী (২৩) ও ফাহিম চৌধুরী (২২) এগিয়ে আসলে বিবাদীরা তাদেরকেও মারধর করে শরীরের বিভিন্নস্থানে নিলাফুল জখম করে। তখন তার স্ত্রীর শরীরে পরিহিত জামা কাপড় টেনে ছিড়ে শ্লীলতা হানী করা হয়। মূলত মাসুদ হোসেন ভূঁইয়ার হুকুমে অজ্ঞাতনামা বিবাদীদের হাতে থাকা ধারালো ছোড়া দিয়ে জাভেদ চৌধুরীকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হলে তার সন্তান আরফান চৌধুরী সেই আঘাতটি ফেরানোর চেষ্টাকালে তার ডান হাতের কবজির উপর লেগে গুরতর কাটা রক্তাক্ত জখম হয়। হামলার একপর্যায়ে অফিসের টেবিলের ভেতরে থাকা নগদ সাড়ে ৪ লাখ টাকা নিয়ে তাদের মামলা তুলে না নিলে হত্যার হুমকি দিয়ে চলে যান।
অভিযোগকারী জাভেদ চৌধুরী নিজের নিরাপত্তার স্বার্থে থানায় লিখিত অভিযোগ করার পরও তাকে বিভিন্নভাবে হুমকি প্রদান করা হচ্ছে বলে জানিয়েছেন, তিনি বলে, আমার কাছে সকল কাগজপত্র থাকা সত্বেও আমাকে দফায় দফায় হয়রানি করা হচ্ছে। আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা পাওয়ার লক্ষ্য তিনটি মামলা করেছি। সেই মামলা চলমান রয়েছে। তবুও ১৮ তারিখ এমন অর্তকিত হামলা চালিয়ে আমার অফিস লুটপাট করা হয়। শুধু মাসুদ ভুঁইয়াই নয় তিনি বিশেষ পেশার একজন ব্যক্তিধারাও আমাকে ফোন করিয়ে হুমকি দিচ্ছেন।
এবিষয়ে অভিযোগ তদন্তের দায়িত্ব পাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফয়েজ আহমেদ জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করে আসছি।
এঘটনায় মামলা হবে কিনা এমন প্রশ্ন করা হলে জবাবে (এসআই) গণমাধ্যম কর্মীকে বলেন, মামলা হবে কিনা সেটা আমি বাদীর কাছে বলবো আপনাকে বলবো না।
এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেছেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
____ কারিগরি সহযোগিতায় @ প্রতিদিনের নিউজ ডটকম____