শ্রমিক বান্ধব কমিটি গঠনে কাউন্সিলর সাদরিলের হস্তক্ষেপ কামনা জরুরী সভা
- আপডেট সময় : ০৯:৫৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
- / ১২৩
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
অবৈধ লিয়াজু ও পকেট কমিটি বাতিল এবং শ্রমিক বান্ধব কমিটির ঘোষণার দাবি জানিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর জি এম সাদরিলের হস্তক্ষেপ চেয়ে জরুরী সভা ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক কাভার্ডভ্যান মিনিট্রাক চালক ইউনিয়ন সিদ্ধিরগঞ্জ সাইলো শাখা।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধায় সিদ্ধিরগঞ্জ সাইলো শাখা কার্যালয় প্রাঙ্গণে এ জরুরী সভার আয়োজন করা হয়।
সভা শেষে বিক্ষোভ মিছিলের মাধ্যমে কাউন্সিলর জিএম সাদরিলের কার্যালয়ে গিয়ে এ সক্রান্ত একটি স্বারক লিপি কাউন্সিলর জিএম সাদরিলের কাছে জমা দেন চালক শ্রমিকরা।
সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক কাভার্ডভ্যান মিনিট্রাক চালক ইউনিয়ন সিদ্ধিরগঞ্জ সাইলো শাখার সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম রিপনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আব্দুল মন্নান মনা, প্রতিষ্ঠাতা সদস্য মো.জীবন সেলিম, সাবেক কার্যকরী সভাপতি হাজী সোবহান,সাবেক যুগ্ম সম্পাদক রুবেল, সাবেক সমাজ কল্যাণ সম্পাদক বাচ্চু মিয়া, খোরশেদ, রেহান উদ্দিন মামুন, সেলিম মিয়া, মোঃ ফারুক, জসিম উদ্দিন জসু প্রমূখ।
জরুরী সভায় শ্রমিকরা তাদের অভিযোগ ও দাবিগুলো তুলে ধরেন। বিগত কমিটি শ্রমিকদের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ তোলেন শ্রমিকরা। শ্রমিকদের পেটে লাথি মেরে তারা দালালির মাধ্যমে বহুতল ভবনের মালিক হয়েছেন। শ্রমিকরা জানান, নির্বাচনের মাধ্যমে শ্রমিক বান্ধব কমিটি গঠন করতে হবে। ক্ষতিগ্রস্থ ও নিহত শ্রমিকদের পাওনা ও ক্ষতিপূরণ সঠিকভাবে পরিশোধ করতে হবে। কোন ধরণের দালালকে কমিটিতে যুক্ত করা যাবে না।
কমিটির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম রিপন বলেন, আমরা সকল শ্রমিকদের নিয়ে কাউন্সিলর জিএম সাদরিলের কাছে স্বারক লিপি জমা দিয়েছি। যাতে তিনি আমাদের একটি সুন্দর শ্রমিক বান্ধব কমিটি গঠন করে দেন। সেই কমিটি শ্রমিকদের উন্যয়নে কাজ করবে। বিগত দিনের কমিটির মাধ্যমে অনেক কিছুই হয়েছে, শ্রমিকরা আর সেই পুণরাবৃত্তি চায় না।
এদিকে কাউন্সিলর জিএম সাদরিল এ বিষয়ে বলেন, শ্রমিকরা তাদের দাবি-দাওয়ার প্রেক্ষিতে তাদের পছন্দের ব্যক্তিদের তালিকা তৈরি করতে বলা হয়েছে। শ্রমিক সংশ্লিষ্ট ব্যক্তি যারা শ্রমিক ও সংগঠনের উন্নয়নে কাজ করতে পারবে, তাদের মাধ্যমেই কমিটি করে সংগঠনের দায়িত্ব দেওয়া হবে।