জাতীয় পার্টি ও আওয়ামী লীগের নেতাদের বিএনপিতে ঠাই নেই: আজহারুল ইসলাম মান্নান
- আপডেট সময় : ০৯:৩০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
- / ৫৬
কাজী সালাউদ্দিন :
সন্ত্রাস চাঁদাবাজ নৈরাজ্য মাদক ও জমি দখলের বিরুদ্ধে, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের নেতাদের বিএনপিতে ঠাই নেই সমাবেশ প্রধান অতিথি হিসেবে আজহারুল ইসলাম মান্নান এসব কথা বলেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকালে জামপুর ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই সমাবেশ আয়োজন করেন।
তিনি আরও বলেন, জাতীয় পার্টি ও আওয়ামীলীগ হতে আসা সুবিধাবাদী, সন্ত্রাস চাঁদাবাজ, নৈরাজ্য, মাদক ব্যবসায়ী, জমি দখলদারদের সোনারগাঁও উপজেলা বিএনপিতে জায়গায় নেই। অভিযোগ ও প্রমাণ পেলে তাৎক্ষণিক তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করছি। বসন্তের কোকিলরা জাতীয় পার্টি ও আওয়ামীলীগ হতে এসে বিএনপি’র নাম ভাঙ্গিয়ে অপকর্ম করে, বিএনপির নাম বদনাম করবেন তা এই সোনারগাঁও মটিতে আর হবে না।
জামপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আল-মুজাহিদ মল্লিক সভাপতিত্বে ও সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ফয়সাল ভূঁইয়া রিপন সঞ্চালনা করেন প্রধান বক্তা ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপি নেতা কাজী নজরুল ইসলাম টিটু, শাজাহান মেম্বার, মোতালেব কমিশনার, মিজানুর রহমান, জামপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুল লতিফ মেম্বার সাবেক, বিএনপি নেতা শহিদুল্লাহ সরকার, বিএনপি নেতা গোলজার হোসেন প্রধান, বিএনপি নেতা মতিউর রহমান, সেলিম ভুইয়া জামপুর ইউনিয়ন বিএনপি নেতা, শামীম ভূঁইয়া, রফিকুল ইসলাম, আক্তার হোসেন প্রমুখ সহ সোনারগাঁ উপজেলা বিএনপি ও জামপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।