মতলব উত্তর প্রতিনিধি :
নার্সিং পেশা ও নার্স কর্মকর্তাদের নিয়ে কটুক্তিকারীদের অপসারণ ও উচ্চশিক্ষিত, দক্ষ অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিতে চাঁদপুরের মতলব উত্তরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে এ মানববন্ধন করে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সিং স্টাফ স্টাফরা।
এসময় মানববন্ধনে বক্তারা বলেন, নার্সিং পেশা ও নার্স কর্মকর্তাদের নিয়ে কটুক্তিকারী মহাপরিচালক মাকসুরা নূরসহ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সকল নন-নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ চাই। উচ্চশিক্ষিত, দক্ষ অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিও জানান বক্তারা। মানববন্ধনে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সকল সিনিয়র স্টাফ নার্স গন উপস্থিত ছিলেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না