১১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

পূবাইলে সেই রিয়ার লাশের মূল্য ২ লাখ টাকা নির্ধারণ

রিপোর্টার
  • আপডেট সময় : ০১:১০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • / ১১৬

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রবিউল আলম, গাজীপুর :

গাজীপুর মহানগরীর পূবাইলে প্রেম ঘটিতকারণে নিজের আকাঙ্খার কথা ডায়েরীতে জানিয়ে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীর জীবনের মূল্য নির্ধারণ করা হল ২ লাখ ২০ হাজার টাকায়। এতে রিয়ার পরিবার মৃত্যুর জন্য দায়ী আসামি শুভ এর সর্বোচ্চ শাস্তি দাবি করলেও ঘটনাটি ধামাচাপা দিতে ও আইনী ভাবে শুভকে বাঁচাতে একটি কুচক্রী মহল রাতের আঁধারে জোর পূর্বক আপোষ নামায় মেয়ের বাবার স্বাক্ষর নেন। এতে পলাতক শুভর শাস্তি না হওয়ায় হতাশ এলাকা বাসী। মেয়ের মামা রিপণ ২ লক্ষ ২০ টাকা প্রাপ্তির কথা স্বীকার করে বলেন আমরা নিরুপায়, হাতে পায়ে ধরে সাদা কাগজে স্বাক্ষর নিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি এবিষয়ে বলেন, মৃত্যুর জন্য দায়ী শুভকে মামলা থেকে বাঁচাতে তার মামা সন্জিত ও নিত্য বিভিন্নভাবে মেয়ের পরিবার কে ফুঁসলিয়ে অর্থের লোভ দেখিয়ে কাগজে স্বাক্ষর নেন। ঘটনাটি ঘটেছে ৯ সেপ্টেম্বর রাতের গভীরে সাতানীপাড়া পুকুরের পাশে।

প্রসঙ্গত চলতি বছরের বুধবার ৩১ জুলাই দুপুরে ৪১ নং ওয়ার্ডের পূবাইল সাতানীপাড়া শুভর সাথে মনোমালিন্য হলে নিজ গৃহে যেয়ে মারা যায় রিয়া।নিহত রিয়া স্থানীয় রমন সাহার মেয়ে। তার পিতা মাতা উভয় স্হানীয় পূবাইল ষ্টেশন এলাকায় কুটির শিল্প (ঝুড়ি) কারখানায় কাজ করেন।

ঘটনাপ্রবাহে আরও জানা যায়,নিহতের ছোট বোন দিয়াসহ স্বজনরা দুপুরে বাসায় গিয়ে দেখে রিয়া নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।পরে ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে এস আই মারফত আলী লাশ ও ডায়েরী উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত রিয়া স্থানীয় পূবাইল উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করত এবং শুভ তেজগাঁও একটি বেসরকারি কলেজের ১ম বর্ষের ছাত্র।তারা দুজন দুজনকে মনে প্রাণে ভালবাসত হঠাৎ কি নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য বিস্তারিত জানা না গেলেও রিয়া তার ডায়েরীতে ভালবাসার আঁচড় রেখে গেছেন।শুভ ঘটনার পর থেকে আড়াল হলেও তার পছন্দের মানুষ নিহত রিয়া নিজের ডায়েরীতে লিখে গেছেন মৃত্যুর পর যেন তার লাশটি তার ভালোবাসার মানুষ শুভকে দেখানো হয়।পলাতক শুভ স্হানীয় মালীপাড়া এলাকার সন্জিত ও নিত্যের বোন শেফালীর ছেলে।ঘটনার বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে ধামাচাপার চেষ্টা চালায় ছেলের মামা সন্জিত ও নিত্য। মৃত্যুর জন্য প্ররোচনাকারী শুভকে বাঁচাতে সহযোগিতা করেন স্হানীয় কৃষ্ণ, বোরহান,নন্দাসহ আরও কয়েকজন।

এবিষয়ে পূবাইল থানার বর্তমান ওসি ঘটনার বিষয়টি পুনরায় তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

পূবাইলে সেই রিয়ার লাশের মূল্য ২ লাখ টাকা নির্ধারণ

আপডেট সময় : ০১:১০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রবিউল আলম, গাজীপুর :

গাজীপুর মহানগরীর পূবাইলে প্রেম ঘটিতকারণে নিজের আকাঙ্খার কথা ডায়েরীতে জানিয়ে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীর জীবনের মূল্য নির্ধারণ করা হল ২ লাখ ২০ হাজার টাকায়। এতে রিয়ার পরিবার মৃত্যুর জন্য দায়ী আসামি শুভ এর সর্বোচ্চ শাস্তি দাবি করলেও ঘটনাটি ধামাচাপা দিতে ও আইনী ভাবে শুভকে বাঁচাতে একটি কুচক্রী মহল রাতের আঁধারে জোর পূর্বক আপোষ নামায় মেয়ের বাবার স্বাক্ষর নেন। এতে পলাতক শুভর শাস্তি না হওয়ায় হতাশ এলাকা বাসী। মেয়ের মামা রিপণ ২ লক্ষ ২০ টাকা প্রাপ্তির কথা স্বীকার করে বলেন আমরা নিরুপায়, হাতে পায়ে ধরে সাদা কাগজে স্বাক্ষর নিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি এবিষয়ে বলেন, মৃত্যুর জন্য দায়ী শুভকে মামলা থেকে বাঁচাতে তার মামা সন্জিত ও নিত্য বিভিন্নভাবে মেয়ের পরিবার কে ফুঁসলিয়ে অর্থের লোভ দেখিয়ে কাগজে স্বাক্ষর নেন। ঘটনাটি ঘটেছে ৯ সেপ্টেম্বর রাতের গভীরে সাতানীপাড়া পুকুরের পাশে।

প্রসঙ্গত চলতি বছরের বুধবার ৩১ জুলাই দুপুরে ৪১ নং ওয়ার্ডের পূবাইল সাতানীপাড়া শুভর সাথে মনোমালিন্য হলে নিজ গৃহে যেয়ে মারা যায় রিয়া।নিহত রিয়া স্থানীয় রমন সাহার মেয়ে। তার পিতা মাতা উভয় স্হানীয় পূবাইল ষ্টেশন এলাকায় কুটির শিল্প (ঝুড়ি) কারখানায় কাজ করেন।

ঘটনাপ্রবাহে আরও জানা যায়,নিহতের ছোট বোন দিয়াসহ স্বজনরা দুপুরে বাসায় গিয়ে দেখে রিয়া নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।পরে ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে এস আই মারফত আলী লাশ ও ডায়েরী উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত রিয়া স্থানীয় পূবাইল উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করত এবং শুভ তেজগাঁও একটি বেসরকারি কলেজের ১ম বর্ষের ছাত্র।তারা দুজন দুজনকে মনে প্রাণে ভালবাসত হঠাৎ কি নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য বিস্তারিত জানা না গেলেও রিয়া তার ডায়েরীতে ভালবাসার আঁচড় রেখে গেছেন।শুভ ঘটনার পর থেকে আড়াল হলেও তার পছন্দের মানুষ নিহত রিয়া নিজের ডায়েরীতে লিখে গেছেন মৃত্যুর পর যেন তার লাশটি তার ভালোবাসার মানুষ শুভকে দেখানো হয়।পলাতক শুভ স্হানীয় মালীপাড়া এলাকার সন্জিত ও নিত্যের বোন শেফালীর ছেলে।ঘটনার বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে ধামাচাপার চেষ্টা চালায় ছেলের মামা সন্জিত ও নিত্য। মৃত্যুর জন্য প্ররোচনাকারী শুভকে বাঁচাতে সহযোগিতা করেন স্হানীয় কৃষ্ণ, বোরহান,নন্দাসহ আরও কয়েকজন।

এবিষয়ে পূবাইল থানার বর্তমান ওসি ঘটনার বিষয়টি পুনরায় তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন