মোজাম্মেল হক :
প্রচণ্ড গরমের মধ্যে গত কয়েক দিন ধরে চাটখিল উপজেলা সহ সর্বত্রে বেড়েই চলেছে লোডশেডিং। ঘন ঘন লোডশেডিংয়ে অসহনীয় হয়ে উঠেছে জনজীবন। জেলা শহর, পৌর শহর ও গ্রামাঞ্চলে লোডশেডিং পরিস্থিতি অসহনীয়। বর্তমানে গ্রামাঞ্চলে ১২ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে।
লোডশেডিং এর বিষয় নোয়াখালী পল্লী বিদ্যুত এর জেনারেল ম্যানেজার জাকির হোসেন বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সাংবাদিকদেরকে বলেছেন, দিনে রাতে চাহিদার ৬০ থেকে ৭০% বিদ্যুৎ তারা পেয়ে থাকেন। জিএম এর বক্তব্য অনুযায়ী গ্রাহকেরা দিনে রাতে ১৬ ঘন্টা উপরে বিদ্যুৎ পাওয়ার কথা। দুঃখজনক বিষয় হলো নোয়াখালী চাটখিলের গ্রাহকেরা দিনে রাতে ৮ ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে না। নানা অজুহাতে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ করে রাখা হচ্ছে। রাতে ঠিক মতো বিদ্যুৎ পাচ্ছে না গ্রাহকেরা। চাটখিল পৌরসভা সহ উপজেলার গ্রামে বিদ্যুৎ পরিস্থিতি একই রকম।
দেশে বর্তমানে বিদ্যুৎ চাহিদা ১৬ হাজার মেগাওয়াট। প্রতিদিন বিদ্যুৎ উৎপন্ন হয় ১৩ থেকে ১৪ হাজার মেগাওয়াট। বিদ্যুৎ উৎপাদনের হিসাবে দেশের যে পরিমাণ লোডশেডিং দেওয়া হচ্ছে তা হওয়ার কথা নয়। চাটখিলের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে চাটখিলের বিদ্যুৎ কর্মকর্তাদের বক্তব্য জানার জন্য, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় হালিমার দিঘীরপাড় বিদ্যুৎ কার্যালয় গিয়ে কোন কর্মকর্তাকে পাওয়া যায়নি।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না