জনগণ ও পুলিশের সু-সম্পর্ক স্থাপনই কমিউনিটি পুলিশের লক্ষ্য
- আপডেট সময় : ০৯:৫৪:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
- / ৬৮
মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা
‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’। এই প্রতিপাদ্য নিয়ে চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে কেক কাটা, বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) মতলব উত্তর থানা প্রাঙ্গনে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, কমিউনিটি পুলিশ হলো একটি স্বেচ্ছাশ্রম। আমরা চাই এটি সর্বদলীয় হোক। কমিউনিটি পুলিশ কমিটিতে ভালো মানুষ আসুক। পৃথিবীর অনেক দেশেই কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু আছে। “জনগণের সঙ্গে পুলিশের সু-সম্পর্ক স্থাপন করাই কমিউনিটি পুলিশের লক্ষ্য।” আমরা চাই, ব্যাপক সংখ্যক জনগণ যেন কমিউনিটি পুলিশের সঙ্গে যুক্ত হতে পারে।
তিনি আরো বলেন, কমিউনিটি পুলিশিং ব্যবস্থা জনগণের হৃদয় জয় করতে পেরেছে। কমিউনিটি পুলিশিং ব্যবস্থা যদি আরো জোরদার করা যায় তাহলে পুলিশের কাজে যেমন সহযোগিতা পাওয়া যাবে তেমনি সমাজে অনেক অপরাধ কমে যাবে। জঙ্গি, মাদক ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বাহিনীর পাশাপাশি কমিউনিটি পুলিশও অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। তারা এসব অপরাধের ব্যাপারে পুলিশকে প্রতিনিয়ত অবহিত করছে এবং তার আলোকে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে মতলব উত্তর থানা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে কলেজে এসে শেষ হয় এবং কেক কাটা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং ছেংগারচর পৌরসভার প্রশাসক মো. হেদায়েত উল্ল্যাহ, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ প্রধান, ছেংগারচর পৌর কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক অ্যাড. মহসিন মিয়া মানিক, এখলাসপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অ্যাড. জসিম উদ্দিন, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির আইন বিষয়ক সম্পাদক সাংবাদিক বোরহান উদ্দিন ডালিম, প্রচার সম্পাদক সাংবাদিক জাকির হোসেন বাদশা, এখলাসপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশের সহ-সভাপতি মাসুদুর রহমান মিয়াজী, মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সানোয়ার হোসেন, এসআই সুজিত চন্দ্র, কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশে বিষয়ক উপ-কমিটির সদস্য আতিকুল ইসলাম শিমুল, তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য আহসান উল্ল্যা হাসান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, বাগানবাড়ি ইউনিয়ন কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জামাল হোসেন নাহিদ, জেলা সেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক সুজন ভূঁইয়া, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান’সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এমএএইচ