রিপন কান্তি গুণ, নেত্রকোনা :
নেত্রকোনার পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. নজরুল ইসলাম খান ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন
ভারত যাওয়ার উদ্দেশে দেশ ত্যাগের চেষ্টার সময় আজ (১১ সেপ্টেম্বর) বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে। এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনা জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদ।
আটক হওয়া সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম খান শহরের চকপাড়া এলাকার বাসিন্দা। তিনি নেত্রকোনা পৌরসভার তিনবারের নির্বাচিত মেয়র এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
নেত্রকোনা মডেল থানা সূত্রে জানা গেছে, গত ১৯ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত নেত্রকোনা মডেল থানায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মোট ৯টি মামলা করা হয়েছে। এর মধ্যে ৪টি বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের মামলায় নজরুল ইসলাম খানকে অন্যতম আসামি করা হয়।
এসব তথ্য নিশ্চিত করে জেলা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ বলেন, নজরুল ইসলাম খানকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেত্রকোনায় নিয়ে আসা হচ্ছে। সম্প্রতি নেত্রকোনা মডেল থানায় দায়ের করা কয়েকটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে।
পুলিশ সুপার ফয়েজ আহমেদ গণমাধ্যমকে বলেন, সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম খানকে নেত্রকোনা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। ঢাকা থেকে তাকে আনার প্রক্রিয়া চলছে। নেত্রকোনা মডেল থানায় বিস্ফোরক আইনে হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না