গাজীপুরে এক নারীর পৈত্রিক সম্পত্তি কেড়ে নেয়ার অপচেষ্টা
- আপডেট সময় : ১১:৫৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
- / ১১৮
রবিউল আলম, প্রতিনিধি :
গাজীপুর সিটি কর্পোরেশনের ৩১নং ওয়ার্ডের রাহাপাড়া গ্রামের লতিফা বেগম এর পৈত্রিক সম্পত্তি ও বাড়ি-ঘর জবর দখল চেষ্টার প্রতিবাদে কতিপয় প্রভাবশালীর বিরুদ্ধে জিএমপি সদর থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে।
অভিযোগ সূত্রে জানা যায়, লতিফা বেগমের পৈত্রিক সম্পত্তি ও বসত বাড়ি-ঘর জবর দখল করে নেয়ার জন্য দীর্ঘ দিন যাবৎ অপচেষ্টা করে আসছে। বিষয়টি নিয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিচার সালিস হলেও লতিফা বেগম বাদি হয়ে সংশ্লিষ্ট এসিল্যান্ড অফিসে মিস মোকদ্দমা নং-২৩১/২৪ দায়ের করেন। তথাপিও উপরোক্ত প্রভাবশালীরা তার জমি ও ঘর-বাড়ি দখল করে নেয়ার হুমকি-ধামকি দেয়া অব্যাহত রাখে। তারই ধারাবাহিকতায় উপরোক্ত প্রভাবশালীরা ১১ সেপ্টেম্বর বুধবার সকালে বে-আইনি জনতাবদ্ধে অজ্ঞাতনামা গাড়ি যোগে দাক্ষিন খান এলাকায় লতিফা বেগমের দখলীয় জমি ও ঘর-বাড়িতে অনধিকার প্রবেশ করে তার ৩ টি টিনের ঘরের সকল টিন খুলে এবং ঘরের ভেতরে থাকা যাবতীয় আসবাবপত্র গাড়িতে তুলতে থাকে। ওই সময় লতিফা বেগমের তিন কেযারটেকার যথাক্রমে আয়নাল, সাজ্জাদ, মেহেদী, তাদেরকে বাধা প্রদান করলে, তারা তিন কেয়ারটেকারকে এলোপাথারি মারপিট করে টিন ও অন্যান্য মালামালের তিনজনকে সাথে গাড়িতে তুলে নিয়ে যায়।
ঘটনার সময় অভিযোগকারিনী লতিফা বেগম ও আশপাশের লোকজন এগিয়ে গেলে প্রভাবশালী চক্রটি তাদেরকে খুন-জখম করে লাশ গুম করার হুমকি-ধামকি দিয়ে গাড়ি করে চলে যান।
অভিযোগকারিনী লতিফা বেগম আমার সংবাদকে জানান- বর্তমানে তিনি ও তার পরিবারের সদস্যরা হুমকির মুখে রয়েছেন। যে কোন সময় ওই প্রভাবশালী সন্ত্রাসীরা তাদের ওপর চরম হামলা চালাতে পারে এবং তাদের দ্বারা মিথ্যা মামলার শিকার হতে পারেন।
তিনি আরো বলেন- প্রভাবশালী রানা ও তার সহযোগীরা এক পর্যায়ে কেয়ারটেকারদের ৩ টি মোবাইল ফোন রেখে আশ্ঙ্কাজনক অবস্থায় তাদেরকে রাস্তায় ফেলে যায়। পরে তাদেরকে উদ্ধার করে শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
এব্যাপারে জানতে চাইলে গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.মোস্তাফিজুর রহমান আমার সংবাদকে বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।