মো. নুর আলম, রূপগঞ্জ :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিভিন্ন রাজনৈতিক দলীয় নেতাকর্মীদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক সভা করেছেন নব নিযুক্ত রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়। আজ বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন,সাবেক যুবদল কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক দুলাল হোসেন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সহ সভাপতি আনোয়ার ছাদাত ছায়েম, আশরাফুল হক রিপন, জেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ'র সুরা সদস্য এ্যাডভোকেট ইস্রাফিল হোসেন, রূপগঞ্জ উপজেলা আমীর সাইফুল ইসলাম সিরাজি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের রূপগঞ্জ উপজেলা সভাপতি ইমদাদুল্লাহ হাশেমী। এছাড়াও হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন,গত ৫ আগষ্টের পর সারাদেশের মতো রূপগঞ্জের চরমভাবে আইন শৃঙ্খলা অবনতি ঘটে। এতে দূর্বৃত্তরা বিভিন্ন দলীয় পরিচয়ে লুটপাট ও অরাজকতায় মেতে ওঠে। তাই সকল রাজনৈতিক দলের ঐক্যের মাধ্যমে রূপগঞ্জে শান্তি শৃঙ্খলা ফেরানোর দাবী করা হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না