৮০ বছরের পুরনো ল্যাংটার মাজারে হামলা চালিয়ে গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা; মসজিদে আগুন
- আপডেট সময় : ০১:৪১:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
- / ৮৪
মো. নুর আলম, রূপগঞ্জ :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরের ১১ নম্বর সেক্টরে প্রায় ৮০ বছরের পুরনো হযরত হোসেন আলী শাহ্ ল্যাংটার মাজারে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলাকারীরা ভেকু দিয়ে মাজার, মসজিদসহ কয়েকটি স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়। একপর্যায়ে তারা মাজারের মসজিদে আগুন জ্বালিয়ে দেয়। এদিকে, খবর পেয়ে বুধবার সকালে রূপগঞ্জ থানার ওসি, র্যাব-১ এর কোম্পানী কমান্ডার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
হযরত হোসেন আলী শাহ্ ল্যাংটার মাজারের খাদেম জাকির হোসেন জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে ২ শ’ থেকে ৩ ‘ জন ব্যক্তি দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মাজারে প্রবেশ করে। তারা প্রথমে ভেকু দিয়ে হযরত হোসেন আলী শাহ্ ল্যাংটার মাজারটি ভেঙ্গে ফেলে। পরে মাজারের পাশে টিনসেট মসজিদ ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। এদিকে, এ ঘটনার খবর পেয়ে বুধবার সকালে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী, র্যাব-১ এর কোম্পানী কমান্ডার তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, রাতে দুর্বৃত্তরা মাজারে হামলা ও ভাংচুর করে। এমনকি মাজারের মসজিদে আগুন জ্বালিয়ে দেয়। এমন সংবাদ পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করে। এ ঘটনা যারা করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।