রিপন কান্তি গুণ :
নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দা সদরের একটি গোডাউন থেকে যৌথ বাহিনীর অভিযানে ২৭৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাতে উপজেলা সদরের এতিমখানা রোড এলাকায় সেনাবাহিনী ও থানা পুলিশ সদস্যরা একটি গোডাউনে যৌথ অভিযান চালিয়ে এসব চিনি জব্দ করে। এ ঘটনায় গোডাউন মালিক রফিককে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে কলমাকান্দা থানায় মামলা রুজু করা হয়েছে।
চিনি জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন কলমাকান্দা সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আসিফ প্রামানিক নুহাশ। অভিযান চলাকালে গোডাউনে কোনো লোকজন না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান যৌথ বাহিনীর সদস্যরা। জব্দকৃত ভারতীয় চিনির আনুমানিক মূল্য ১৬ লক্ষ টাকা।
জানা গেছে, সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দার বিভিন্ন পয়েন্ট দিয়ে এক শ্রেণির অসাধু লোকজন দীর্ঘদিন ধরে চোরাই পথে অবৈধ ভারতীয় চিনি, মাদক, মসলা, কম্বল, শাড়ী, ত্রি-পিছসহ নানা ধরনের কসমেটিক সামগ্রী প্রতিনিয়ত নিয়ে আসছে। পরে সোমবার মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দার ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আসিফ প্রামানিক নুহাশের নেতৃত্বে সেনাবাহিনীর টহল দল ও থানা পুলিশের সদস্যদের নিয়ে এক যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে চোরাকারবারি রফিকের ভাড়া নেওয়া গুদামঘরে খাকা ২৭৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ফিরোজ জানান, উপজেলা সদরে যৌথ বাহিনীর অভিযানে রফিক নামের এক ব্যক্তির গোডাউন থেকে ২৭৪ বস্তা চিনি জব্দ করা হয়েছে। থানায় বিশেষ ক্ষমতা আইনের একজনকে আসামী করে মামলা রুজু করা হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না