০১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে এখনো চাঁদাবাজী হচ্ছে : সারজিস

রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:২৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
  • / ৫১

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক সারজিস আলম বলেছেন, এ নারায়ণগঞ্জে অল্প কিছু মানুষ বৃহৎ গোষ্ঠীকে জিম্মি করে গার্মেন্ট, অটো স্ট্যান্ড, মার্কেট থেকে চাঁদাবাজী করছে। ছাত্র জনতা এসব অপকর্ম সমর্থন করে না। ফ্যাসিস্ট হাসিনা সরকাররে আমলেও এসব চাঁদাবাজী হয়েছে। ১৬ বছর পর যদি মানুষ অন্য কোন রূপে এসব কাজ করে তাহলে সেটা গণ অভ্যুত্থানের অর্জনকে ম্লান করে দিবে। তবে আমরা ছাত্র সমাজ যখন প্রয়োজন হবে তখনই প্রয়োজনে আবারো মাঠে নামবে। প্রয়োজন হলে শেখ হাসিনার যদি গড়ে উঠে সেসব ফ্যাসিস্টদের দেশ ছাড়া করবো। আমরা কারো লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহৃত হবো না।

এজন্য আমাদের এখন থেকেই তরুণ ও ছাত্র সমাজকে যোগ্য হিসেবে গড়ে উঠতে হবে। তাই আমাদের প্রধান কাজ হবে পড়াশোনা করা।

আজ মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর বিকেলে নারায়ণগঞ্জে পৌর স্টেডিয়াম মাঠে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। এদিন সকালে তিনি নারায়ণগঞ্জ আসেন। পরে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও আলাদা আলাদা কথা বলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহত কয়েকজনের বাড়িতে গিয়েও সান্ত্বনা দেন।

বিকেল ৩টার পর সমাবেশ শুরু হলেও দুপুর থেকেই নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে শিক্ষার্থীরা জড়ো হয়।

তিনি বলেন, এ নারায়ণগঞ্জ নানা কারণে গুরুত্বপূর্ণ। একদা প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জ বিগত ছাত্র আন্দোলনে ব্যাপক ভূমিকা পালন করেছে।

সারজিস বলেন, নারায়ণগঞ্জে আমাদের উপর যারা হামলা করেছে তাদের বিচার না হওয়া পর্যন্ত আমাদের শান্তি হবে না। হোক সেটা শেখ হাসিনা, কিংবা তার দোসর। তাদের বিচার হতেই হবে। আমাদের মনে রাখতে হবে সংসদে পলিসি মেকিংয়ে নারায়ণগঞ্জ থেকে আমরা আরো বেশী দেখতে চাই। কারণ দিনশেষে সবকিছু নির্ধারিত হয় ওই সংসদ থেকে। আমরা আগামীতে নারায়ণগঞ্জ থেকে প্রধানমন্ত্রী দেখতে চাই।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

নারায়ণগঞ্জে এখনো চাঁদাবাজী হচ্ছে : সারজিস

আপডেট সময় : ০৯:২৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক সারজিস আলম বলেছেন, এ নারায়ণগঞ্জে অল্প কিছু মানুষ বৃহৎ গোষ্ঠীকে জিম্মি করে গার্মেন্ট, অটো স্ট্যান্ড, মার্কেট থেকে চাঁদাবাজী করছে। ছাত্র জনতা এসব অপকর্ম সমর্থন করে না। ফ্যাসিস্ট হাসিনা সরকাররে আমলেও এসব চাঁদাবাজী হয়েছে। ১৬ বছর পর যদি মানুষ অন্য কোন রূপে এসব কাজ করে তাহলে সেটা গণ অভ্যুত্থানের অর্জনকে ম্লান করে দিবে। তবে আমরা ছাত্র সমাজ যখন প্রয়োজন হবে তখনই প্রয়োজনে আবারো মাঠে নামবে। প্রয়োজন হলে শেখ হাসিনার যদি গড়ে উঠে সেসব ফ্যাসিস্টদের দেশ ছাড়া করবো। আমরা কারো লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহৃত হবো না।

এজন্য আমাদের এখন থেকেই তরুণ ও ছাত্র সমাজকে যোগ্য হিসেবে গড়ে উঠতে হবে। তাই আমাদের প্রধান কাজ হবে পড়াশোনা করা।

আজ মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর বিকেলে নারায়ণগঞ্জে পৌর স্টেডিয়াম মাঠে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। এদিন সকালে তিনি নারায়ণগঞ্জ আসেন। পরে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও আলাদা আলাদা কথা বলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহত কয়েকজনের বাড়িতে গিয়েও সান্ত্বনা দেন।

বিকেল ৩টার পর সমাবেশ শুরু হলেও দুপুর থেকেই নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে শিক্ষার্থীরা জড়ো হয়।

তিনি বলেন, এ নারায়ণগঞ্জ নানা কারণে গুরুত্বপূর্ণ। একদা প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জ বিগত ছাত্র আন্দোলনে ব্যাপক ভূমিকা পালন করেছে।

সারজিস বলেন, নারায়ণগঞ্জে আমাদের উপর যারা হামলা করেছে তাদের বিচার না হওয়া পর্যন্ত আমাদের শান্তি হবে না। হোক সেটা শেখ হাসিনা, কিংবা তার দোসর। তাদের বিচার হতেই হবে। আমাদের মনে রাখতে হবে সংসদে পলিসি মেকিংয়ে নারায়ণগঞ্জ থেকে আমরা আরো বেশী দেখতে চাই। কারণ দিনশেষে সবকিছু নির্ধারিত হয় ওই সংসদ থেকে। আমরা আগামীতে নারায়ণগঞ্জ থেকে প্রধানমন্ত্রী দেখতে চাই।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন