টাঙ্গাইল সংবাদদাতা:
টাঙ্গাইলে সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে "জেগে উঠুক কবির মনন মনীষা, লেখা হউক শ্রেষ্ঠ কবিতা'' শ্লোগানে উজ্জীবিত টাঙ্গাইল সাহিত্য সংসদের উদ্যোগে বুরো বাংলাদেশের সৌজন্যে ৩৬১ তম স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতা ১লা জানুয়ারি, সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। এতে দেশের বিশিষ্ট কথা সাহিত্যিক রফিকুর রশীদ এর সভাপতিত্বে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন ভারতের পশ্চিম বঙ্গের লেখক, চিত্রশিল্পী, ভাস্কর ও চলচ্চিত্র নির্মাতা কবি শ্যামল জানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ভারতের নারুপা ইনস্টিটিউট অব টেকনোলজি কলেজের প্রযুক্তি শিক্ষক কবি জয়িতা বসাক। অনুষ্ঠানে ভারতের পশ্চিম বঙ্গের বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী শ্রী কৌশিক মজুমদার সঙ্গীত পরিবেশন করবেন। অনুষ্ঠান শেষে ৩৬০ তম অনুষ্ঠানের শ্রেষ্ঠ চার কবিকে যথাক্রমে শহীদ বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাকু স্মৃতি পুরস্কার, এডভোকেট জাফর আহমেদ প্রদত্ত মজলুমের কণ্ঠ পুরস্কার, কবি জাকিয়া পারভিন প্রদত্ত বীর মুক্তিযোদ্ধা মোমিনুর রহমান স্মৃতি পুরস্কার ও মরিয়ম খানম প্রদত্ত কবি মোজাফফর আলী তালুকদার স্মৃতি পুরস্কার প্রদান করা হবে। এ ছাড়া অংশগ্রহণকারী কবিদের মধ্য থেকে শ্রেষ্ঠ দুই আবৃত্তিকারকে বুরো বাংলাদেশ পুরস্কার ও এডভোকেট নীহার সরকার প্রদত্ত কবি শ্যামল সেন স্মৃতি পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানে বেগম রোকেয়া ইসলাম প্রদত্ত সাহিত্যের ধাঁধা এবং শ্রেষ্ঠ শ্রোতা - দর্শকের দুটো পুরস্কার প্রদান করা হবে। উল্লেখ্য, কবি কৃষ্ণ ধর (১৯২৮-২০২২) এর স্মৃতির প্রতি উৎসর্গীকৃত অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করতে টাঙ্গাইল সাহিত্য সংসদের সভাপতি টাঙ্গাইলের বিশিষ্ট কবি মাহমুদ কামাল ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাদল অনুষ্ঠানে উপস্থিত থাকতে জেলার সকল কবিকে আমন্ত্রণ জানিয়েছেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না