ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আগুন লেগে নগদ অর্থসহ ৯ টি পরিবারের ২০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সব মিলিয়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। রোববার,৮ সেপ্টেম্বর ভোর রাতে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার খামার সেনুয়া বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ৯টি পরিবারের ২০টি ঘর, প্রয়োজনীয় কাগজপত্র, ধান, চাল, নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্তরা হলেন, ওই গ্রামের ফারাজুল, ফারুক, রসুল বক্স, আইয়ুব আলি, শাহাদত আলী, শাহিদ আলী, নজরুল ইসলাম, আনিসুর ও মাসুদ রানা।
ক্ষতিগ্রস্ত ফারাজুল বলেন, ঘুমিয়ে ছিলাম হঠাৎ দেখতে পায় ঘরের উপরে আগুন। আগুন দ্রুত সময়ে ছড়িয়ে পড়লে এঘনা ঘটে। বিষয়টি সন্দেহ জনক মনে হচ্ছে। ধান, চাল, কাপড়, টাকাসহ প্রয়োজনীয় কোন কিছুই বাড়ি থেকে বের করতে পারিনি।
ভোমরাহদহ ইউনিয়নের চেয়ারম্যান হিটলার হক বিষয়টি নিশ্চিত করে জানান, ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ থেকে সাময়িক সহায়তা প্রদান করা হয়েছে। সেই সাথে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
পীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, ঘটনাটি শুনেই আমরা ঘটনা স্থলে পরিদর্শন করি এবংআমাদের উপজেলা প্রশাসন থেকে প্রতিটি পরিবারকে ৩০ কেজি চাল ও ২ টি কম্বল বিতরন করা হয়েছে ।
বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম ডন জানান, ঘটনা স্থলে পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানান।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না