সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জ নাসিক ৫নং ওয়ার্ড সিদ্ধিরগঞ্জ বাজার বনিক সমিতি, দোকান মালিক নের্তৃবৃন্দ ও স্থানীয় ব্যাবসায়ীদের সাথে মত বিনিময় সভা করেছে নারায়ণগঞ্জ নিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ সভাপতি গোলাম মোহাম্মাদ সাদরিল।
আজ শনিবার সন্ধ্যা ৭ টায় সিদ্ধিরগঞ্জ বাজার সমিতির অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বাজার সমিতির পক্ষ থেকে কাউন্সিলরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সমিতির নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ বাজার সমিতির ব্যাবসায়ী ও বিএনপি নেতা রেহান উদ্দিন মামুন, আবু তাহের , আবুল হোসেন, জাহাঙ্গীর আলম , মামুনসহ বাজারের স্থানীয় ব্যাবসায়ী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
মতবিনিময় সভায় কাউন্সিলর সাদরিল বলেন, আপনারা সবাই নির্ভয়ে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করবেন, কাউকে চাঁদা না দেওয়া, ভয় না পাওয়াসহ যেকোনো প্রয়োজন হলে বা কেউ কোনো প্রকার বিরক্ত করলে আমাকে জানাবেন আপনারা কোনো ভয় পাবেন না,আমি সার্বিকভাবে আপনাদের পাশে আছি।
তিনি আরো বলেন,এই দেশ আমার আপনার সবার। আমরা সবাই জন্মগতভাবে এই দেশের নাগরিক। এখানে সবার সমান অধিকার। আপনারা নির্ভয়ে জীবনযাপন করুন। কাউকে চাঁদা দেবেন না, কারও উড়ো হুমকিতে ভয় পাবেন না। কেউ চাঁদা চাইলে বা বিরক্ত করলে প্রশাসনকে জানান, আমাদেরকে জানান। তারা যদি আমাদের দলীয় কেউও হয়ে থাকে তবুও তাদের কোনো ছাড় নেই। আমরা তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেব।
এসময় কাউন্সিলর সাদরিল সাধারন নাগরিকদের উদ্দেশে বলেন,আপনারা আপনাদের সমস্যা আমাদের জানান। যেন আমরা কাজ করতে পারি। আপনার ঘরের ভেতরে কী হবে আমি জানি না। কিন্তু আপনি যদি বলেন, আপনার ঘরে মশা কামড়াচ্ছে বা কোনো সমস্যা থাকে, তাহলে আমাদের জানান। আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমাদের সুযোগ দিন। আমরা জনগণের হয়ে কাজ করছি। আমার জনগণের কাছে একটাই অনুরোধ- আমাদের ওপর আস্থা রাখুন। সহযোগিতা করে আমাদের কাজ করার সুযোগ দিন। আমি জনগণের সেবক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না