মতলব উত্তর প্রতিনিধি :
গত বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর ২০২৪ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয় যে মতলব উত্তর উপজেলার কৃতি সন্তান এস এম খাইরুল ইসলাম সজীব কে অন্তরবর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস স্যারের যুগ্ম সচিব পদমর্যাদায় একান্ত সচিব-২ হিসেবে নিয়োগ প্রদান করা হয়।
এস এম খায়রুল ইসলাম সজীব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্ট অনার্স এবং মাস্টার্সেও ফাস্ট ক্লাস ফাস্ট হয়। তারপরে ওবামা স্কলার পেয়ে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করে।
খাইরুল ইসলাম সজীব বর্তমানে তার প্রতিষ্ঠিত ওয়াই ওয়াই বেঞ্চারস ও ইম্প্যাক্ট হাব এর ম্যানেজিং ডিরেক্টর হিসাবে কর্মরত ছিলেন।
সজীব এম খায়রুল ইসলাম বলেন, ' সত্যি বলতে কী, আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে, আমি এতবড় দায়িত্ব পেয়েছি, সাধারণত যারা এই সম্মান পেয়ে থাকেন তারা অনেক উঁচু মাপের মানুষ হয়' এই সম্মান আমার দায়িত্ব আরও অনেক বাড়িয়ে দিবে বলে মন্তব্য করেন ওবামা স্কলার সজীব। সজীবের বাড়ি মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের টরকি সরকার বাড়ি, তার পিতার নাম মো. সেলিম সরকার।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না