মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মিছিল নিয়ে কৃষক দলের নেতাকর্মীদের যোগদান
- আপডেট সময় : ০৮:৩৫:০২ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
- / ৪৪
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মিছিল নিয়ে যোগদান করেছে নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের নেতাকর্মীরা।
আজ শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
এসময় উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সভাপতি এনামুল খন্দকার স্বপন, সিনিয়র সহ-সভাপতি নাজমুল কবির নাহিদ, সহ-সভাপতি মাহাবুব হাসান জুলহাস, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল,সাংগঠনিক সম্পাদক আল-আমিন খাঁন, দপ্তর সম্পাদক শওকাত খন্দকার, মাসুম মোল্লা, সদর থানা কৃষক দলের সভাপতি রানা মজিব, সাধারণ সম্পাদক রানা রানা মুন্সি, লিটন দে রিপন সরকার, মোহাম্মদ জসিম, সেলিম, মাহাবুব, ফারুক মাল রিপন সিকাদার, মোহাম্মদ পোকন, ইয়াসিন খাঁন, সোহেল শেখ, আল-আমিন, সাইদুল ইসলাম, সজিব কাজী, রানা, পরাগ, আবু মিয়া, বাবু, রবিন, সবুজ. আফজাল, রাতুল ও লিজন প্রমূখ।