আঃ আলিম, ঠাকুরগাঁও :
ঠাকুরগাঁওয়ে পৃথকস্থানে বিষাক্ত সাপের কামড়ে আদিত্য (৭) ও জান্নাত(১২) নামের দুইজন স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার ভোড় রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট সৈয়দপুর গ্রামে ও সালান্দর ইউনিয়নের ইয়াকুবপুরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলার নির্বাহী অফিসার বেলায়েত হোসেন।
নিহত জান্নাত (১২) বেগুনবাড়ি ইউনিয়নের সৈয়দপুর গ্রামের জাকিরুল ইসলামের মেয়ে ও আদিত্য (০৭) সালন্দর ইউনিয়নের ইয়কুবপুর গ্রামের সনাতনের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট সৈয়দপুর গ্রামের জাকিরুল ইসলামের মেয়ে জান্নাত প্রতিদিনের মত বাড়িতে ঘুমিয়ে ছিল। হঠাৎ রাত ১২টার পর সাপ কাপড় দেয়। এতে ব্যথা অনুভব করে। পরে ধীরে ধীরে সারা শরীরে বিষ উঠে যায়। পরে হাসপাতালে নেয়ার পথেই মারা যায় জান্নাত। সে সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীতে পড়তো বলে জানিয়েছেন তার পরিবার।
অন্যদিকে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের ইয়কুবপুর গ্রামের সনাতনের ছেলে আদিত্যকেও ঘুমন্ত অবস্থায় সাপে কামড় দেয়। পরে বেশ কয়েকবার বমি করে সে। পরিবারের পক্ষ থেকে দ্রুত তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবনতি হওয়াায় উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে কর্তব্যরত চিকিৎসক। পরে পথেই মারা যায় আদিত্য। আদিত্য ওই ইউনিয়নের কালুক্ষেত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দিত্বীয় শ্র্রেণীর শিক্ষার্থী ছিল। পৃথক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন বলেন,দুই শিক্ষার্থীর মৃত্যুর খবর শুনেছি। এমন অনাকাঙ্খিত মৃত্যু কাম্য নয়। সকলকে আরো সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না