সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্তগতকাল শুক্রবার বিকেল ৪ টায় সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বসবাসরত নেত্রকোনা জেলার খলিয়াজুড়ী বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইলের ডাচ্ বাংলা ব্যাংক এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসায় বিএনপি সরকার আমলের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে বিভিন্ন মামলা করেন আওয়ামী লীগ সরকার। এসব রাজতৈনিক মামলায় দন্ডপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন বাবর। তাই বাবরকে দ্রুত মুক্তি দেওয়ার জন্য আন্তবর্তীকালীন সরকারের প্রতি দাবি জানান মানববন্ধনকারীরা। কর্মসূচিতে অংশ নেন বিএনপি নেতা আজমান মিয়া, জিলান মিয়া, শফিকুল ইসলাম, জাহাঙ্গীর, মনির হোসেন, সফর আলি, শাহবাজ মিয়া, আনোয়ার হোসেন, হাজি জালাল উদ্দিন, মাসুম ও মজু মিয়া প্রমুখ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না