মোজাম্মেল হক :
নোয়াখালী চাটখিল উপজেলার পাল্লা বাজারে ভ্রাম্যমাণ আদাল অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৭ ব্যবসায়ীর ২৪ হাজার টাকা জরিমান করেছে। গত বুধবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমানের নেতৃত্বে এ-অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মূল্য তালিকা প্রদর্শন না করায়, মেয়াদোত্তীর্ণ পন্য বিক্রি করায় ও নির্ধারিত মূল্যের বাড়তি দামে পণ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে ৭জন ব্যবসায়ীকে ২৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া গত সোমবার খিলপাড়া বাজারে অভিযান চালিয়ে ৫ ব্যবসায়ীর ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান কালে পুলিশ, সেনাবাহিনী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আকিব ওসমান।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না