আড়াইহাজারে দূুটি অস্ত্র উদ্ধার
- আপডেট সময় : ০৮:১৩:৩১ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
- / ৬৪
সোলায়মান হাসান :
আড়াইহাজারে থানা থেকে লুট হওয়া পুলিশের ব্যবহৃত দুইটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে আড়াইহাজার পৌরসভার গাজীপুরা এলাকায় পরিত্যক্ত ইটভাটা থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র দুইটি পুলিশ উদ্ধার করে।
আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসান উল্লাহ জানান, গত ৫ আগস্ট দুর্বৃত্তরা থানার অস্ত্রসহ সকল জিনিসপত্র লুট করে আগুন লাগিয়ে থানাকে ধ্বংসস্তুপে পরিণত করে। এ ঘটনায় আড়াইহাজার থানার এসআই মো. রিপন আহম্মেদ বাদী হয়ে অজ্ঞাত নামা ২৫/৩০ হাজার জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ইতিমধ্যে অস্থায়ীভাবে থানার কার্যক্রম উপজেলার গণগ্রন্থাগারে পরিচালিত হচ্ছে। গত মধ্যরাত থেকে লুটকৃত অস্ত্র উদ্ধারে যৌথবাহিনীর অভিযানের খবর সর্বত্র ছড়িয়ে পড়লে দুইটি শর্টগান গাজীপুরা এলাকায় পরিত্যক্ত ইটভাটায় ফেলে রাখে। পুলিশ স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে অস্ত্র দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।