ঠাকুরগাঁওয়ে শান্তি শৃঙ্খলা রক্ষা এবং মাদক দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
- আপডেট সময় : ০১:৫৬:৪০ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
- / ৩১৪
ঠাকুরগাঁও প্রতিনিধি :
যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না, জীবন একটাই তাকে ভালবাসুন, মাদক থেকে দৃরে থাকুন, শান্তি শৃঙ্খলা রক্ষা এবং মাদক দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মানববন্ধন ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার শহরের পূর্ব চৌরাস্তায় ঘন্টা ব্যাপি এই কর্মসূচি পালন করাা হয়। কর্মসূচি শেষে একটি র্যালী বের করে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষীন শেষে পৃর্ব চৌরাস্তায় গিয়ে মিলিত হয়।
এসময় বক্তব্য দেন,পীরগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া,সাবেক ভাইস চেয়ারম্যান ইত্তেশামুল হক মিম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল মাদক দুর্নীতি ও নির্মুল কমিটির ৮নং দৌলতপুর ইউনিয়নের শাকিল রানা,আশা মনি, ৯নং ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, সাংবাদিক মনসুর আলী, পীরগঞ্জ পৌরসভার কমিশনার দবিরুল ইসলাম সহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকেরা।
এসময় মাদক দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী দিয়ে বক্তারা বলেন মাদকও দুর্নীতির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স চাই, কেউ যদি জেনে শুনে মাদক ব্যাবসা করেন এবং সেবন করেন তাহলে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন বক্তারা