মোজাম্মেল হক :
চাটখিল উপজেলা প্রশাসনের উদ্যোগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং,সিলিন্ডার গ্যাস বিক্রয়ে মূল্য তালিকা প্রদর্শন ও পোনা মাছ রক্ষায় খাল থেকে ভেসাল জাল অপসারণ করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমানের ভ্রাম্যমান আদালত গত শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন। অভিযানকালে উপজেলার সোনাচাকা বাজারে দ্রব্যের নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি মূল্য রাখার দায়ে ৩ ব্যবসায়ীর কাছ থেকে ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি খাল থেকে ভেসাল জাল জব্দ করে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনায়, উপজেলা মৎস্য কর্মকর্তা মো.আনোয়ারুল ইসলাম পাইলট সহ শিক্ষার্থী ও সেনাবাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না