সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ডের কলাবাগ এলাকায় চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর জিএম সাদরিল। আজ রবিবার সকালে ৫নং ওয়ার্ড সিদ্ধিরগঞ্জ বাজার এলাকার কলাবাগ ড্রেন প্রশস্থকরণ কাজ পরিদর্শন করেন তিনি। এসময় তিনি সকল উন্নয়নমুলক কাজে কোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দিয়ে বলেন,আমার ওয়ার্ডে কোন দুর্নীতি আমি সহ্য করবো না।
এসময় কাউন্সিলর সাদরিল বলেন, কোনো প্রকার ঘুষ বা অনিয়মের প্রমাণ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তার অফিসের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশেও এমন কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি। তিনি বলেন, বিনা কারণে অফিস ফাঁকি দেওয়া চলবে না। সিটি করপোরেশনের উন্নয়নের সুফল এবং সুযোগ-সুবিধা থেকে কেউ যেন বঞ্চিত না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
তিনি আরো বলেন, আমার এলাকায় কোনো ধরনের দুর্নীতি স্বজনপ্রতি চলবেনা যারা দুর্নীতি করবে তাদের কঠোরভাবে দমন করা হবে। সে যদি আমার অফিসের কেউ হয় তার বিরুদ্ধেও ব্যাবস্থা নেয়া হবে। তিনি ঠিকাদারদের উদ্দেশে বলেন,আপনারা সিটি করপোরেশনের যেভাবে কাজ পেয়েছেন ঠিক সেভাবেই বুঝিয়ে দিবেন। কোনো নিম্নমানের সামগ্রী ব্যাবহার করবেন না। আমি যদি কখনো ধরতে পারি আপনারা নিম্নমানের সামগ্রী ব্যাহার করেছেন তাহলে কঠোর ব্যাবস্থা নেয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন, সিটি করপোরেশনের ঠিকাদার পিয়ার আলী,কাউন্সিলর অফিসের মো. মিঠুসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। ৫নং ওয়ার্ডে এ পর্যন্ত যারা রাস্তা ও ড্রেন সম্প্রসারণ এর জন্য জায়গা ছেড়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জনিয়েছেন কাউন্সিলর জিএম সাদরিল।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না