নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুর্ধর্ষ কিশোর গ্যাং ‘টাইগার গ্রুপ’র প্রধান বাবু’সহ ৭ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বুধবার দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে সোনারগাঁও থানাধীন কাঁচপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। তারা জনমনে ত্রাস ও ভয়ভীতি সৃষ্টিকারী দুর্র্ধর্ষ কিশোর গ্যাং বলে জানিয়েছে র্যাব। বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাব-১১’র মিডিয়া অফিসার মো. রিজওয়ান সাঈদ জিকুর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- মো. বাবু মিয়া (২২), মো. শাহজালাল শাহা (২২), মো. রাসেল (২৪), মো. মোখলেছুর রহমান মোক্কা (২৮), মো. শান্ত আহমেদ রানা (১৯), মো. মুমিন (২৫), ও মো. জুম্মন (১৯)। গ্রেফতারের পর তাদের তল্লাশি করে ৫টি চাকু, ১টি টেটা ও ১টি ফলা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা নিজেদেরকে কিশোর গ্যাং “টাইগার গ্রুপ” এর সদস্য বলে পরিচয় দিয়ে থাকে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, তারা সবাই দুষ্কৃতিকারী ও কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামীরা পরস্পর যোগসাজসে তাদের প্রতিপক্ষ কিশোর গ্যাং এর সদস্যদের ঘায়েল করার জন্য শক্তির মহড়া ও দাপট প্রদর্শন করার জন্য সোনারগাঁও থানাধীন কাঁচপুর সাকিনস্থ কাঁচপুর ব্রীজের পূর্ব পার্শ্বে চাকু, টেটা, ফলা সহ একত্রিত হয়েছিল। তারা দীর্ঘদিন যাবৎ রাস্তা ঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনমনে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। তারা একটি গ্রুপে সংঘবদ্ধ হয়ে বিভিন্ন সময় সোনারগাঁও ও এর আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ভয়ভীতি বা ত্রাস সৃষ্টি করে বিশৃঙ্খলা বা অরাজকতা সৃষ্টি করে আসছে।
হাল আমলে বিভিন্ন পত্র পত্রিকায় ও মিডিয়ায় নারায়ণগঞ্জ সোনারগাঁও এলাকার কিশোর গ্যাং “টাইগার গ্রুপ” এর দৌরাত্ম নিয়ে নানাবিধ খবর প্রচার ও লোখালেখি হয়। এরই প্রেক্ষিতে র্যাব ১১ এর গোয়েন্দা টীম এই ব্যাপারে যথাযথ গুরুত্বের সঙ্গে ছায়া তদন্ত শুরু করে এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বর্ণিত কিশোর গ্যাং এর সদস্যদের সকল আলামত সহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব আরো জানায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ইতিপূর্বে সোনারগাঁও, রুপগঞ্জ, ডিএমপির খিলগাও, কুমিল্লার হোমনা’সহ বিভিন্ন থানায় মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না