অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় মতলব উত্তর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরের উপজেলার মেঘনা নদীর অববাহিকায় অবস্থিত ইউনিয়নগুলোতে ৩ হাজার পরিবারকে ১০ কেজি করে চাউল ও ১শ’ পরিবারকে শিশু খাদ্য বিতরণ করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়ন পরিষদের এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা ফারুক আহমদ,ষাটনল ইউপি চেয়ারম্যান মো. ফেরদাউস আলম সরকার’সহ ইউপি সদস্যবৃন্দ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না