১০:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

আখতারউজ্জামানের নামে বাসন থানায় হত্যা মামলা

রবিউল আলম, গাজিপুর :
  • আপডেট সময় : ০৯:২৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪
  • / ১০২

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুর-৫ (কালীগঞ্জ উপজেলা-পূবাইল-বাড়িয়া ইউনিয়ন) আসনের সাবেক স্বতন্ত্র সাংসদ আখতারউজ্জামানের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৮ আগস্ট) নিহতের স্ত্রী মোছা. পূর্ণিমা বেগম জেলার বাসন থানায় এই হত্যা মামলাটি দায়ের করেন। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ২০ জুলাই নজরুল ইসলাম (৩২) নামে এক লোক নিহত হয়।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৫৫ জনসহ আরো অজ্ঞাত ২০০ জনকে আসামি করা হয়েছে। বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আলম মামলার বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, গাজীপুর-৫ (কালীগঞ্জ-পুবাই-বাড়িয়া) আসনে বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান গত জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী নৌকা প্রতীকের মেহের আফরোজ চুমকিকে পরাজিত করে এ আসনে তিনি এমপি নির্বাচিত হন।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সাবেক সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, সিমিন হোসেন রিমি, রুমানা আলী, আখতারউজ্জামান, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, সাধারণ সম্পাদক আতাউল্যাহ মণ্ডল, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা মতিউর রহমান, আসাদুর রহমান কিরণ, আফজাল হোসেন সরকার ওরফে রিপন, মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকারসহ আরো আ’লীগের নেতাকর্মী।

এজাহার সূত্রে জানা যায়, নিহত নজরুল ইসলাম ২০ জুলাই দুপুর ১২টায় ছাত্র আন্দোলনে যোগ দিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে চান্দনা এলাকার পশমী সোয়েটার গার্মেন্টসের পাশে রাস্তায় সমাবেশে অংশ নেয়। শান্তিপূর্ণ সমাবেশ চলাকালে ওই আসামিদের নির্দেশে বন্দুক, পিস্তল, লাঠি, লোহার রড, রামদা, ছেন, চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলাকারীরা আন্দোলনকারীদের ওপর আক্রমণ করেন। এতে নজরুল ইসলাম তার পীঠের ডান পাশে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

আখতারউজ্জামানের নামে বাসন থানায় হত্যা মামলা

আপডেট সময় : ০৯:২৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুর-৫ (কালীগঞ্জ উপজেলা-পূবাইল-বাড়িয়া ইউনিয়ন) আসনের সাবেক স্বতন্ত্র সাংসদ আখতারউজ্জামানের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৮ আগস্ট) নিহতের স্ত্রী মোছা. পূর্ণিমা বেগম জেলার বাসন থানায় এই হত্যা মামলাটি দায়ের করেন। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ২০ জুলাই নজরুল ইসলাম (৩২) নামে এক লোক নিহত হয়।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৫৫ জনসহ আরো অজ্ঞাত ২০০ জনকে আসামি করা হয়েছে। বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আলম মামলার বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, গাজীপুর-৫ (কালীগঞ্জ-পুবাই-বাড়িয়া) আসনে বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান গত জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী নৌকা প্রতীকের মেহের আফরোজ চুমকিকে পরাজিত করে এ আসনে তিনি এমপি নির্বাচিত হন।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সাবেক সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, সিমিন হোসেন রিমি, রুমানা আলী, আখতারউজ্জামান, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, সাধারণ সম্পাদক আতাউল্যাহ মণ্ডল, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা মতিউর রহমান, আসাদুর রহমান কিরণ, আফজাল হোসেন সরকার ওরফে রিপন, মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকারসহ আরো আ’লীগের নেতাকর্মী।

এজাহার সূত্রে জানা যায়, নিহত নজরুল ইসলাম ২০ জুলাই দুপুর ১২টায় ছাত্র আন্দোলনে যোগ দিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে চান্দনা এলাকার পশমী সোয়েটার গার্মেন্টসের পাশে রাস্তায় সমাবেশে অংশ নেয়। শান্তিপূর্ণ সমাবেশ চলাকালে ওই আসামিদের নির্দেশে বন্দুক, পিস্তল, লাঠি, লোহার রড, রামদা, ছেন, চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলাকারীরা আন্দোলনকারীদের ওপর আক্রমণ করেন। এতে নজরুল ইসলাম তার পীঠের ডান পাশে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন