দেশের পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় বন্যা দুর্গত মানুষের সাহায্যের জন্য ত্রাণ তহবিল গঠন করতে নাসিক ৩ নং ওয়ার্ড বিএনপির জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ আগস্ট) বিকেল ৫ টায় নায়াআটি মুক্তিনগর
এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ত্রান ও পূনর্বাসন সম্পাদক এবং নাসিক ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তৈয়ব হোসেনের সভাপতিত্বে ও থানা বিএনপির দপ্তর সম্পাদক এবং ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ডা. মাসুদ করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দেশের পূর্বাঞ্চলীয় জেলার বন্যার্তদের পাশে দাঁড়িয়ে সহায়তা করার জন্য ত্রাণ তহবিল গঠন করতে মতবিনিময় করা হয়।
এসময় উপস্থিত সকল নেতাকর্মী যার যার সাধ্যমত ক্ষতিগ্রস্থ মানুষকে সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেন। মঙ্গলবারের মধ্যে ওয়ার্ড বিএনপির তহবিলে অর্থ সংগ্রহ করে আগামী কাল বুধবার সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত হয়। দলীয় সিদ্ধান্ত মোতাবেক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিনের নির্দেশে ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা এ উদ্যোগ নিয়েছেন বলে জানান বক্তারা। দেশের যে কোন প্রাকৃতিক দুর্যোগে বিপদগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন ৩ নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা।
এসময় সভায় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আকবর হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক এবং ৩ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি কাজী জহিরুল ইসলাম, সহ-সভাপতি মো. সেণ্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া, যুগ্ন-সম্পাদক আল-আমিন, প্রচার সম্পাদক হবুল মিয়া, সদস্য সাইফুল ইসলাম সাদু, মো. সুমন মুন্না, মোসা. লুৎফন্নাহার, মো.ইমরান, ডা. মতিন, সালাম স্বর্ণকার, মো.আলমগীর হোসেন, মো.বাবুল হোসেন ও মো.কামাল হোসেন প্রমুখ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না