চাটখিল উপজেলার ১নং সাহাপুর ইউনিয়নের পুরুষোত্তমপুর বায়তুল নূর জামে মসজিদ মাদ্রাসার কাজ বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা। এ ব্যাপারে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো. সৈয়দ হোসেন খোকন রোববার (২৫ আগস্ট) দুপুরে পাঁচজন সহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, পুরুষোত্তমপুর বায়তুল নূর জামে মসজিদের দ্বিতীয় তলায় একটি মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য নির্মাণ কাজ চলাকালীন (২০ আগস্ট) সকালে আব্দুল হক চৌধুরী বাড়ির মো. মমিন,নূর হোসেন মো. শহীদ, মো. ইউসুফ, মো. ফয়সাল অজ্ঞাত নামা আরো ৩/৪ জন মাদ্রাসা নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিকদের কাছে টাকা দাবি করে শ্রমিকদের হুমকি ধামকি দিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। বিষয়টি নির্মাণ শ্রমিকরা আমাকে জানালে বিবাদীদের কয়েকজনের সাথে যোগাযোগ করলে তারা বলে আমাদের চাহিদা মত টাকা না দিলে নির্মাণ কাজ করতে দেওয়া হবে। এবিষয়ে বাড়াবাড়ি করলে বা কোথাও অভিযোগ করলে প্রাণনাশের ও হুমকি দেয় বলে জানান অভিযোগকারী মোঃ সৈয়দ হোসেন চৌধুরী।
এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান, আব্দুল্লাহ খোকনের সাথে কথা বললে তিনি জানান, অভিযোগকারী সৈয়দ হোসেন মৌখিকভাবে বিষয়টি আমাকে জানিয়েছেন। এ বিষয়ে চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হকের সাথে যোগাযোগ করলে তিনি বলেন ঘটনা তদন্ত-পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না