মতলব উত্তর উপজেলায় ছাত্রদের তোপের মুখে নাউরী আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান পদত্যাগ করেছেন। শনিবার (২৪ আগস্ট) দুপুরে তিনি ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করে তিনি প্রতিষ্ঠান ত্যাগ করেন। প্রধান শিক্ষক তাজুল ইসলামকে অনির্দিষ্টকালের জন্য অব্যাহতি দিয়েছেন।
জানা গেছে, বিগত দিন থেকে সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান নারী কেলেঙ্কারি ও কয়েকটি দুর্নীতির ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। এ বিষয়টি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ শিক্ষার্থীদের নজরে আসে। এনিয়ে স্কুল প্রাঙ্গণে শিক্ষক মিজানুর রহমানকে অপসারণের জন্য আন্দোলন করেন শিক্ষার্থীরা। পরে আন্দোলনকারী শিক্ষার্থীদের তোপের পদত্যাগ করেন তিনি। পরে পদত্যাগপত্র গ্রহণ করে সেনাবাহিনীর একটি টিম, নাউরী আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ইউএনও একি মিত্র চাকমা এবং ওসি মো. আলমগীর হোসেন ঘটনাস্থল থেকে পদত্যাগকারী শিক্ষক মিজানুর রহমানকে উদ্ধার করে নিয়ে যান। এদিকে শিক্ষার্থীদের তোপের মুখে প্রধান শিক্ষক একেএ তাজুল ইসলাম লিখিত দেন যে, উক্ত বিষয়টি সমাধান হওয়ার আগ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে থাকবেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না