রিয়াদে বাঁশখালী উপজেলা বিএনপির সৌদি আরব প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মেজবান ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (২৩ আগস্ট ) রাতে রিয়াদের স্থানীয় একটি রেস্টুরেন্টে এ মেজবান ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
সাবেক ছাত্রদল নেতা আতিকুর রহমানের পরিচালনায় ও বিশিষ্ট ব্যবসায়ী কবির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক আহমেদ চান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন,সৌদি আরব পূর্বাঞ্চল যুবদলের সভাপতি সাংবাদিক মো: জাহাঙ্গীর আলম,রিয়াদ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তালুকদার হারুনুর রশীদ,সিনিয়র সহ সভাপতি হাজী মো:সেলিম,নোবা ইন্টারপ্রাইজ এর চেয়ারম্যান সাইফ চৌধুরী ও সাংবাদিক সাদেক আহমেদ।
অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে ও বন্যায় ক্ষতিগ্রস্ত এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম (বাপ্রসাফ ) এর দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না