সিদ্ধিরগঞ্জে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ছাত্র-আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া
- আপডেট সময় : ০৭:৩৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
- / ৪৮
সিদ্ধিরগঞ্জের ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির চেয়ার পারর্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র-জনতার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ আগষ্ট) বিকালে সিদ্ধিরগঞ্জের এসও মেঘনা ডিপো গেইট প্রঙ্গনে এ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকারিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোকার পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস,এম,আসলাম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক অর্থ-বিষয়ক সম্পাদক তাওলাদ হোসেন, ২ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সম্পাদক রাজা মিয়া, ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামান মির্জা, ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি রহব আলী, সহ-সভাপতি হিরা, যুগ্ম-সম্পাদক শাহজাহান, সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু কালাম ও সহ-সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রমূখ।
এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য এস,এম,আসলাম বলেন, আমাদের দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহতালা তাকে যেন সুস্থ্য রাখে ভালো রাখে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র-জনতার রুহের কামনা করছি, আপনারা তাদের জন্য সবাই দোয়া করবেন।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভপতি আলহাজ¦ মুহাম্মদ গিয়াস উদ্দিন আমাদেরকে যেভাবে দিক-নির্দেশণা দিচ্ছেন, আমরা সেইভাবে প্রতিটি এলাকায় কার্যক্রম পরিচালনা করছি। যাতে কোন এলাকায় কোন ধরণের নৈরাজ্যমূলক কর্মকান্ড না হয়। বিগত ১৭ বছর যেই ফ্যাসিবাদ সরকার যারা মানুষের ভাতের অধিকার ভোটের অধিকার সহ সকল কিছুর অধিকার কেড়ে নিয়েছিল, তাদের বিরুদ্ধে আমরা যেই আন্দোলন-সংগ্রামে নেমেছিলাম, সেই আন্দোলন সংগ্রামের সফলতা তখনই আমরা পাবো, যখন আমরা নিজেরা ভালোবেসে মানুষের সকল কিছু ফিরিয়ে দিতে পারবো। তখনই আমাদের আত্মতৃপ্তি হবে।