সিদ্ধিরগঞ্জে সন্ত্রাস ও চাঁদাবাজ বিরোধী বিশাল গণ-মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ আগষ্ট) বিকাল ৪ টায় সিদ্ধিরগঞ্জের ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী এলাকায় থানা বিএনপির সদস্য শামীম আহমেদ ঢালীর নেতৃত্বে এলাকাবাসীর উদ্যোগে এ গণ-মিছিলটি অনুষ্ঠিত হয়।
এসময় গণ-মিছিলটি কদমতলী এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আদমজী-চাষাঢ়া সড়ক হয়ে কদমতলী ১০ তলা এলাকায় গিয়ে শেষ হয়।
থানা বিএনপির সদস্য শামীম আহমেদ ঢালী বক্তব্যে বলেন, এই এলাকাটি দীর্ঘদিন ধরে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজদের নিয়ন্ত্রণে ছিল। গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আমরা দ্বিতীয় বারের মত স্বাধীন দেশ পেয়েছি। এই নতুন স্বাধীন দেশে কোন সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও দখলবাজের স্থান হবে না। আমরা দেখি চাঁদাবাজরা এখনও বুক ফুলিয়ে ঘুরে এবং চাঁদার জন্য মানুষকে হুমকি-ধমকি দিচ্ছে। আপনাদের উদ্দেশ্যে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই বিগত দিনে অনেক অপকর্ম করেছেন, আওয়ামী সন্ত্রাসীদের সাথে রাজপথে ছিলেন এবং আমাদের ছাত্র-ছাত্রীদের উপর হামলা চালিয়েছেন। আমরা এতদিন পর্যন্ত চুপ ছিলাম কিন্তু আজ গণ-মিছিল থেকে আপনাদেরকে হুশিয়ারী করে দিচ্ছি। আজ থেকে কেউ মাদক ব্যবসা, চাঁদাবাজী করার চেষ্টা করলে আপনাদের হাত-পা ভেঙ্গে দেয়া হবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক সাইফুজ্জামান, সাইফুর রহমান বাদল, শাহ আলম পাটোয়ারী, আমজাদ হোসেন, জামান মির্জা, সাখাওয়াত হোসেন খান, আমিনুল হক রানা, আব্দুর রব, লিটন বেপারী, কামরুজ্জামান, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাহাঙ্গীর হোসেন, ব্যাংকার সাহাবুদ্দিন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবু নাসের, সোহান রাজ্জাক সঞ্চয়, রাসেল মাহমুদ চৌধুরী, সাগর বাবু, আমজাদ হোসেন, জহিরুল ইসলাম, মেহেদী হাসান ও সোহেল সামাদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না