একটি টাকাও কাউকে চাঁদা দিবেন না : মুহাম্মদ গিয়াসউদ্দিন
- আপডেট সময় : ০৯:৫৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪
- / ৬৮
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, এতোদিন স্বস্থির নিশ্বাস ফেলে এখানে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারেন নি। এই চিত্র শুধু সিদ্ধিরগঞ্জের না সমগ্র বাংলাদেশের। শেখ হাসিনার পতনের পর থেকেই সব সন্ত্রাসীরা এলাকা ছেড়ে পালিয়েছেন। আপনারা এখানে ব্যবসা করেন একটি টাকাও কাউকে চাঁদা দিবেন না। এমনকি আমাদের দলের নাম ভাঙ্গিয়ে যদি কেউ চাঁদা দাবি করেন যদি প্রতিরোধ করতে না পারেন তাহলে আমাদের কাছে এবং প্রশাসনের কাছে অভিযোগ দিবেন। এই এলাকা থাকবে চাঁদাবাজমুক্ত। এই নারায়ণগঞ্জে আর চাঁদাবাজি চলবে না। এই সরকার জনগণের সরকার। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং নেতা তারেক রহমান তার নির্দেশনায় আজকের কথাগুলো বলছি। সম্পূর্ণ চাঁদাবাজমুক্ত ও শোষণমুক্ত রাষ্ট্রব্যবস্থা চালু করবো ইনশাল্লাহ। কাজেই আপনারা ভয় পাবেন না। আপনাদের সঙ্গে বৃহত্তম রাজনৈতিক শক্তি বিএনপির নেতাকর্মীরা রয়েছেন। আমরা এই অপরাধকে কখনো প্রশ্রয় দেই না, এখনো দেই না, ভবিষ্যতেও দিবো না।
শুক্রবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ের কাসসাফ মার্কেটের সামনে ফুটপাতের ও আশেপাশের ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এই নারায়ণগঞ্জের ঐতিহ্য আমরা ফিরিয়ে আনতে চাই। এই নারায়ণগঞ্জে এক সর্বশ্রেষ্ঠ গডফাদার ছিল। কারা আপনাদের কাছ থেকে চাঁদা নিতো, তা আইন প্রয়োগকারী সংস্থাকে দিবেন। কারণ তারা চাঁদাবাজি করে শত শত কোটি টাকা এই দেশ থেকে চুরি করে বিদেশে পাচার করেছেন। তারা পার পেয়ে গেলে চাঁদাবাজির পরিমান আবারও বেড়ে যাবে। অনেক রক্তের বিনিময়ে আমার যে দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ পেলাম তার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করতে হবে। এই উদ্দেশ্য যারা রুখে দিতে চাচ্ছে তাদেরকে আমাদের প্রতিহত করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলা, সহ-সভাপতি আব্দুল আল মামুন, মোস্তফা কামাল, ডি,এইচ,বাবুল, এস,এম,আসলাম, সেলিম মাহমুদ, মাসুদুজ্জামান মন্টু, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, যুগ্ম-সম্পাদক আবুল হোসেন, কামরুল হাসান শরীফ, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আইয়ুব আলী মুন্সি, ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস সিকদার, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, সহ-সভাপতি হাজী জদিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিকদার ও ইউছুফ মিয়া প্রমূখ।