চাঁদপুরের মতলব উত্তরে ডাকাত সন্দেহে নয়জনকে আটক করেছেন স্থানীয় জনতা। বৃহস্পতিবার, ২২ আগস্ট ভোরে উপজেলার নিশ্চিন্তপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন।
আটকরা হলেন, চাঁদপুর সদরের দক্ষিন আশিকাঠী (ব্যাপারী বাড়ী)র মো. ইয়াকুবের মো. শাখাওয়াত (২২), মতলব দক্ষিণের উত্তর উপাদী (খান বাড়ী)র মজিব খানের ছেলে মো. ফাহিম (২০), চাঁদপুর সদরের ধনপদ্দি গ্রামের মৃত ইব্রাহিম খানের ছেলে মেহেদী হাসান ইমন (২২), নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার লাহাপাড়ার আমিন উদ্দিনের ছেলে মো. আশিক (২৪), মতলব উত্তরের শিকারীকান্দি গ্রামের কামাল প্রধানের ছেলে মো. জামাল প্রধান (২৩), মোস্তফাপুরের বাবুল মুন্সির ছেলে মো. সাইফুদ্দিন রনি (২৪), কুমিল্লার দউিদকান্দি উপজেলার বিটেশ্বর গ্রামের সুশীল চন্দ্র দাসের ছেলে বিদ্যুৎ চন্দ্র দাস (২৯), মাইথারদিয়ার মৃত ধনু মিয়ার ছেলে মো. সোহাগ (২৬) ও চাঁদপুর সদর উপজেলার দাসদী (শেখ বাড়ী) গ্রামের বাবুল মোল্লার ছেলে আল আমিন (২৫)। তাদের বিরুদ্ধে মতলব উত্তর থানার জিডি নং-৬৯৬, তারিখ-২১/০৮/২০২৪ ইং, ধারা-৫৪ ফৌজদারি কার্যবিধি আইনে আদালতে প্রেরণ করা হয়।
স্থানীয়রা জানান, শুক্রবার গভীর রাতে উপজেলা জুড়ে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিভিন্ন মসজিদের মাইকে জানিয়ে দেওয়া হয়। মধ্যরাতে দুর্গাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় ৯ নয়জনকে সন্দেহজনকভাবে মাইক্রোবাসে ঘুরাঘুরি করতে থাকতে দেখে জিজ্ঞাসাবাদ করে। তাদের আচরনে সন্দেহ হলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে সেনা সদস্যদের খবর দিলে থানায় নিয়ে আসেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, স্থানীয়রা সন্দেহজনক ৯জনকে আটক করে থানায় সোপর্দ করে। আটককৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না