গলাচিপায় রহস্যজনক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার!
- আপডেট সময় : ০৭:২২:২৪ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
- / ৩১৬
গলাচিপায় এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর গলাচিপা উপজেলার নদী বেষ্টনী এলাকার চরবিশ্বাস ইউনিয়নের ৩নং ওয়ার্ডের প্যাদা বাড়ি নামক স্থানে কৃষক মানিক প্যাদার স্ত্রী খাদিজা বেগম (৩৭) কে ২১ আগষ্ট বুধবার সকালে দূর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যা করে রেখে যায় বলে জানা যায়।
নিহতের স্বামী মানিক প্যাদার বলেন, আমার স্ত্রী সকালে নামাজ পড়ে, সাংসারিক কাজ কর্মে ছিলো, আমার ছেলেও মাদ্রাসায় চলে যায়, আমিও আমার কাজে যাই, তার ঘন্টা পরে দেখি আমার বাড়ির দিগে বহু লোকজন জাইতে আছে, পরে আমিও গিয়া দেহি, গলাকাডা অবস্থায় পইরা আছে”
এবিষয়ে ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল মুন্সি জানান, নিহত পরিবারটি অত্যান্ত হতদরিদ্র। এছাড়া মাদ্রাসায় পড়া লেখা করে ১৫ বছরের তাদের একটি ছেলে রয়েছে। কেন? কিভাবে? কারা এ হত্যা কান্ড ঘটিয়েছে? আমরা জানার চেষ্টা করছি।
হত্যার ঘটনা গলাচিপা থানায় খবর দিলে বেলা ৩ টার দিকে ঘটনা স্থান থেকে গলাকাটা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার করে গলাচিপা থানা পুলিশ। বর্তমানে নিহত গৃহবধূর লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা যায়। তবে পুলিশ এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।