মতলব উত্তরে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে সভা
- আপডেট সময় : ০২:৩৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
- / ৩৪
সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন, বসতবাড়ি ও মন্দির-গির্জায় অগ্নিসংযোগ এবং হামলার ঘটনায় বিচারের দাবিতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার বিকেলের ছেংগারচর পৌর সভার ৫নং ওয়ার্ডে ঘনিয়ারপাড় মোল্ল্যা ফাউন্ডেশনের আয়োজনে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে হামলার প্রতিবাদে নিন্দা ও প্রতিবাদ সভা করা হয়েছে।
সভায় মোল্ল্যা ফাউন্ডেশনের সভাপতি মো. শাহিন মোল্ল্যা সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মোল্ল্যা ফাউন্ডেশনের সদস্য মনির হোসেন মোল্ল্যা, শ্রী বিরাজ দত্ত, শ্রী রামকৃষ্ণ দাস, শ্রী বিদ্যুৎ চন্দ্র শীল, আবুল বাশার খান, মোল্ল্যা ফাউন্ডেশনের সদস্য ও সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা প্রতিবাদ সভায় বলেন, এই দেশ আপনার, আমার, সবার। আমরাও রাষ্ট্রের সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করতে চাই। সরকার পরিবর্তন হলেই তাঁদের ওপর যে হামলা, ভাঙচুর, পুকুরের মাছ লুটের ঘটনা, মন্দিরে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।