মতলব উত্তর উপজেলার কালিপুর বাজারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জমি অবৈধ ও জোড় পূর্বক দখল করে মার্কেট নির্মাণ করার অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজালাল প্রধানের বিরুদ্ধে। সে উপজেলার কালিপুর গ্রামের শরিয়ত উল্লাহ প্রধানের ছেলে। ক্ষমতার পালা বদলে স্বেচ্ছাসেবক দল নেতার দখলদারি কর্মকাণ্ডে বৈষম্য বিরোধী ছাত্রদের এবং জাতীয়তাবাদী দল বিএনপি ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলে স্থানীয় নেতা কর্মীরা মনে করছেন। বিষয়টি নিয়ে এলাকায় বিরাজ করছে চরম উত্তেজনা।
বুধবার (২০ আগষ্ট) সকালে মতলব উত্তর উপজেল সহকারি কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদাউস আলম সরকার, সার্ভেয়ার মহিউদ্দিন পলাশসহ অন্যান্য ঘটনাস্থল পরির্দশন করেন। সার্ভেয়ার মহিউদ্দিন পলাশ জমি পরিমাপ করে ঘটনার সত্যতা পায় বলে স্থানীয়ভাবে জানা যায়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষে মো. সলিম উল্লাহ বারী চৌধুরী জমি পরিমাপ করার আবেদন করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক বরাবর। ৯নং লালপুর মৌজার ১৭৯৯ (০৭ শতক) জমি পরিমান করার জন্য। এরই পরিপেক্ষিতে জমি পরিমান করে পাওয়া যায় অবৈধ ও জোড় পূর্বক দখল করে মার্কেট নির্মাণ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজালাল প্রধান।
এদিকে গত ৫ আগষ্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগে স্বেচ্ছাসেবক দলের এ নেতা উল্লেখিত জমিতে ইট দিয়ে তিনটি দোকান গড়ে তুলেন। যদিও সে জমির মালিকানার স্বপক্ষে আইনানুযায়ী বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি।
এ বিষয়ে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল প্রধান বলেন, এই জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। তবে কোন কাগজপত্র দেখাননি।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষে মো. সলিম উল্লাহ বারী চৌধুরী বলেন, তফসিলী সম্পত্তি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সম্পত্তি। শাহজালাল প্রধান ক্ষমতায় জোরপূর্বক দখলের চেষ্টা করছে।
এ বিষয়ে মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) হিল্লোল চাকমা বলেন, এ জমি শাহজালাল প্রধানের নয়। তিনি অবৈধভাবে এ স্থাপনা নির্মান করছেন। এতে অবৈধ দখল বা প্রবেশের চেষ্টা করা দণ্ডনীয় অপরাধ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না