গাজীপুরে লরি চাপায় মোটরসাইকেল চালক নিহত
- আপডেট সময় : ০৯:৩৫:৫২ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
- / ৯৫
গাজীপুর মহানগরীর বাসন এলাকায় রডবাহী লরি চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার (১৯ আগষ্ট) সকাল ছয়টার দিকে গাজীপুরের বাসন থানাধীন কড্ডা এলাকায় বাসন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মেহেদী হাসান লিখন (২৫)। তিনি গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মাজুখান গ্রামের আব্দুল জব্বারের ছেলে। লিখন ফার্নিচারের ব্যবসা করতেন।
জানা গেছে, ভোর চারটার দিকে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মাজুখান এলাকা থেকে পাঁচটি মোটরসাইকেল যোগে নয়জন কিশোরগঞ্জ জেলার মিঠামইনের উদ্দেশ্যে রওয়ানা হয়। প্রতিটি মোটরসাইকেলে দুইজন করে যাচ্ছিলো। নিহত লিখনের মোটরসাইকেলে তিনি একাই ছিলেন। গাজীপুর জেলার মাওনা চৌরাস্তা এলাকায় পৌঁছালে হঠাৎ ভ্রমণসঙ্গীদের নজরে আসে লিখনের মোটরসাইকেলটি নেই। এসময় তারা যোগাযোগের চেষ্টা করেও কোনোভাবে লিখনের সাথে যোগাযোগ করতে পারেনি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেখে তার ভ্রমণসঙ্গীরা জানতে পারে লিখন ভুলবশত অন্য রাস্তায় যেয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।
স্থানীয়রা জানায়, সকাল ছয়টায় বাসন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে মোটরসাইকেলটিকে একটি রডবাহী ট্রাক ধাক্কা দিলে সড়কে পড়ে যায়। পরে ঘাতক লরির চাপায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম জানান, সকালে একটি মোটরসাইকেল দুর্ঘটনার খবর পাই। ঘটনাস্থলে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।