নোয়াখালীর চাটখিল উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীন। এছাড়া চাটখিল পৌরসভার প্রশাসন হিসেবে নিয়োগ পেয়েছেন নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন রায়।
সোমবার বিকেলে এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা যায়। এর আগে, রবিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে সারাদেশের ৪৯৩ উপজেলা চেয়ারম্যান ও ৩২৩ পৌর মেয়র কে অপসারণ করা হয়। ঐ অপসারণের ফলে চাটখিল উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদটি শূন্য হয়।
সোমবার সন্ধ্যায় চাটখিল উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীন জানান, স্থানীয় সরকার বিভাগের সকল সেবা জনসাধারণ কে নির্বিঘ্নে প্রদানের লক্ষ্য সরকার দ্রুততম সময়ের মধ্যে সারাদেশে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে প্রশাসক নিয়োগ করেছেন। এখন থেকে চাটখিল উপজেলা ও পৌর বাসী জন্ম নিবন্ধন সহ যাবতীয় সেবা দ্রুততম সময়ের মধ্যে পাবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না