ছাত্র-জনতার গনঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই ছেংগারচর পৌরসভার মেয়র আরিফউল্ল্যা সরকার তাঁর কার্যালয়ে আসছেন না। কোথায় আছেন তাও সুনির্দিষ্ট করে কেউ বলছেন না। কাউন্সিলরাও নিজ কার্যালয়ে যাচ্ছেন না। এতে পৌরসভার দৈনন্দিন কার্যক্রম চরমভাবে ব্যহত হচ্ছে। পাশাপাশি পৌরবাসী নাগরিক সেবা না পেয়ে দুর্ভোগ পোহাচ্ছেন।
এদিকে মেয়রকে অবাঞ্চিত ঘোষণা করে ছেংগারচর পৌর কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন বিএনপি নেতা-কর্মী ও স্থানীয় ছাত্র, জনতা।
রবিবার (১৮ আগস্ট) মতলব উত্তর উপজেলা পরিষদের কমপ্লেক্স ও ছেংগারচর পৌর কার্যালয়ের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। পরে পৌর সভার মুল ফটকের সামনেই নেতা-কর্মীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
এসময় বিএনপির নেতাকর্মীরা জানান, ভোটবিহীন অবৈধ সরকারের দোসর এই আরিফউল্ল্যা সরকার। তিনি নিজেও ভোট ডাকাতি করে জনপ্রতিনিধি হয়েছেন। তাঁকে আমরা যেখানে পাব প্রতিরোধ করব। আমাদের রক্তের ওপর তাঁর এই ভবনে আসতে হবে, এর আগে না।
ছেংগারচর পৌরসভার অফিস সহায়ক জাহাঙ্গীর আলম বলেন, ৫ আগস্ট পর থেকে মেয়র মহোদয় অফিস করছেন না। তবে পরিস্থতি স্বাভাবিক হলে তিনি কর্মস্থলে ফিরবেন।
তিনি বলেন, মন্ত্রণালয় থেকে নির্দেশনা অনুযায়ী ছেংগারচর পৌরসভার দৈনন্দিন কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। কর্মকর্তা-কর্মচারীরা অফিস করছেন। মানুষকে সেবা দেওয়া হচ্ছে। কিছু ওয়ার্ডে নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে, কাউন্সিলর না থাকায়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না