মোরেলগঞ্জে সরকারি এস এম কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ০৭:২২:১২ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
- / ৬২
বাগেরহাটের মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ ভারপ্রাপ্ত অধ্যাক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
রোববার (১৮ আগস্ট) সকালে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আওয়ামী লীগ নেতা মো. হাফিজুর রহমানের পদত্যাগের দাবি চেয়ে বিক্ষোভকারীরা দফা এক দাবি এক, অধ্যক্ষের পদত্যাগ’এই স্লোগানে মুখরিত করেছেন কলেজ ক্যাম্পাস।
উল্লেখ্য,ছাত্র গণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পরে গত ৭ আগস্ট থেকে হাফিজুর রহমান কলেজে অনুপস্থিত রয়েছেন।
কলেজ সুত্রে জানাযায়, সরকার পতনের দিন থেকে তিনি অধ্যাপক ছবির আহমেদকে লিখতভাবে প্রশাসনিক দায়িত্ব হস্তান্তর করে আর কলেজে ফেরেননি। তবে কলেজটিতে ৩ হাজার শিক্ষার্থী রয়েছে। হাফিজুর রহমান আওয়ামী লীগ রাজনীতির সাথে সরাসরি জড়িত। তিনি উপজেলার ১৩ নম্বর নিশানবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
এবিষয়ে অধ্যক্ষের দায়িত্বে থাকা অধ্যাপক ছবির আহমেদ বলেন, শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন করছে। তাদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।