মমিনুল ইসলাম :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজের দেয়ালে দেয়ালে শিল্পকর্ম ফুটিয়ে তুলছেন শিক্ষার্থীরা।ছাত্র-জনতার আন্দোলনকে ঘিরে রক্তাক্ত জুলাইকে গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে দেয়ালে দেয়ালে। এতে সমতা, ধর্মীয় সহনশীলতা, স্বাধীনতা রক্ষার বিষয়গুলো তুলে ধরছেন তারা। একইসঙ্গে কলেজের ভেতর-বাহিরের দেয়ালে দীপ্তি ছড়াচ্ছে তারুণ্যের।
শনিবার (১৮ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা গেছে, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর সব শ্রেণির শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে মুখর কলেজ আঙিনা।
কেউ ব্রাশ, শিরিস কাগজ দিয়ে ঘষে দেয়াল পরিষ্কার করছেন, কেউবা আঁকার জন্য রং তুলি প্রস্তুত করছেন। আবার কেউ সেখানে দিচ্ছে রঙের প্রলেপ। কেউবা সেই প্রলেপ দেওয়া জায়গায় আঁকছেন লাল সবুজের ছবি। কেউ আবার ব্যস্ত স্লোগান লেখায়। একটা সময় এসব দেয়ালে রাজনৈতিক প্রচার থাকলেও এখন শোভা পাচ্ছে অসাম্প্রদায়িক বাংলাদেশের চিত্র।
আগুনের ফুলকিরা এসো জড়ো হই দাবানল জ্বালবার মন্ত্রে বজ্রের আক্রোশে আঘাত হানি মানুষের মনগড়া তন্ত্রে’ ‘বল বীর',বল বীর বল উন্নত মম শির', আমাদের দেশের ভাগ্য আমরাই পরিবর্তন করব, পানি লাগবে পানি এমন নানান প্রতিবাদী শোভা আর আলপনায় পরিবর্তনের ছোঁয়া পরেছে শিক্ষাপ্রতিষ্ঠানটির দেওয়ালে ও বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দেয়ালে।
এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা বলেন, কলেজের দেয়ালে রাজনৈতিক নেতাকর্মীদের পোস্টার ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে সৌন্দর্য হারাচ্ছিল। ওই সকল পোস্টার ও বিজ্ঞাপন অপসারণ করে ক্যাম্পাসের সৌন্দর্য বাড়াতে লিখনি ও সচেতনতামূলক চিত্র আঁকছি। এতে করে কলেজ ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে। এ ছাড়াও আমরা উপজেলা শহরের বিভিন্ন সড়কে ছড়িয়ে-ছিটিয়ে পরে থাকা ময়লা-আবর্জনা পরিস্কার করতে স্কুল-কলেজের শিক্ষার্থীরা ময়লা পরিষ্কার করছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না