পাইকগাছায় বিএনপির নেতা বহিষ্কার করার প্রতিবাদে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
- আপডেট সময় : ০৮:০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
- / ৬২
পাইকগাছায় হিন্দু সম্প্রদায়কে নিয়ে অপপ্রচার করে বিএনপি উপজেলা সাধারণ সম্পাদক এসএম এনামুল হক’কে বহিস্কার করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার নারী-পুরুষ আজ সোমবার বেলা ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত মানববন্ধনে অংশ নেয়। এ সময় তারা বলেন, তার কারণে আমরা পাইকগাছায় নিরাপদে আছি। পাইকগাছায় আমাদের উপর কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অবিলম্বে তার বহিস্কার আদেশ প্রত্যাহারের দাবী জানানো হয় মানববন্ধন থেকে।
এ সময়ে বক্তব্য রাখেন, কিশোর কুমার মন্ডল, যজ্ঞেস্বর কুমার মন্ডল, রমেশ মন্ডল, চৈতন্য মন্ডল, অশেষ মন্ডল, প্রশান্ত মন্ডল, অঙিত মন্ডল, দীপংকর সরদার, সন্তোষ কুমার মন্ডল, সুকুমার কবিরাজ, ডাঃ গোবিন্দ মন্ডল, শিবপদ মন্ডল, শৈলেন্দ্র নাথ মন্ডল, নির্মল চন্দ্র মন্ডল, ডাঃ নিত্যানন্দ মন্ডল, প্রভাষক সুজিত কুমার মন্ডল, পলাশ কুমার মন্ডল, কল্যাণী মন্ডল, মনি মালা, রীতা রাণী মন্ডল, মজ্ঞুশ্রী মন্ডল, শ্যামলী সানা, কালিপদ মন্ডল, মাষ্টার জয়দেব চন্দ্র রায় ও পরিমল চন্দ্র সানা।
সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে কারা সোলাদানা ইউনিয়নের সাবেক বার বার নির্বাচিত চেয়ারম্যান এসএম এনামুল হককে নিয়ে অপপ্রচারে লিপ্ত। কুচ্ছা রটনা করছে। তিনি আমাদের অভিভাবকের মত আগলে রেখেছেন। তারজন্য আমাদের সম্প্রদায়ের লোকেরা নিরাপদে বসবাস করছি। কোন দুস্কৃতিকারীরা কিছু করতে সাহস পায়না। বরং তিনি চেয়ারম্যান থাকাকালীন আমাদের অনেকের জায়গাজমি ভুমি দস্যুরা দখল কারীদের কবল থেকে উদ্ধারকারি। নিরাপদে ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছি। তার বিরুদ্ধে সংখ্যালঘুদের উপর অত্যাচার নিপীড়নের মিথ্যা কাহিনী এনে তাকে নিজ দল থেকে বহিস্কার করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
উল্লেখ্য, গত ইং- ১০/০৮/২০২৪ তারিখ খুলনা জেলা বিএনপির সভাপতি/সেক্রেটারি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পাইকগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম এনামুল হক ‘কে শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের জন্য সাময়িক বহিষ্কার করা হয়।