০২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫

সিদ্ধিরগঞ্জে তোপের মুখে স্কুলের প্রধান শিক্ষকের পলায়ন : দুর্নীতির বিরুদ্ধে শপথ শিক্ষার্থীদের

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৯:৩৫:৫০ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
  • / ৭৪

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ থেকে পদত্যাগ করেছেন জহিরুল হক। আজ রবিবার সকালে শিক্ষার্থী ও অভিভাবকদের তোপের মুখে তিনি পদত্যাগ করেন। একই সঙ্গে এই স্কুল থেকে আলামিন হোসেন জীবন নামে আরো এক শিক্ষকও পদত্যাগ করেন। এরপর ছাত্র-ছাত্রীরা সানারপাড় শিক্ষা কমপ্লেক্স প্রাঙ্গনে দুর্নীতি বিরোধী শপথ পাঠ করেন। এতে কয়েকশতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।

রোববার বেলা ১১ টায় সিদ্ধিরগঞ্জের সানারপাড় শিক্ষা কমপ্লেক্সে “বৈষম্যবিরোধী ছাত্রসমাজ সিদ্ধিরগঞ্জ”-এর প্ল্যাটফর্মে এক মতবিনিময় সভা ও দুর্নীতি বিরোধী শপথ অনুষ্ঠান হয়। জহিরুল হক শান্ত-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভা ও দুর্নীতি বিরোধী শপথ অনুষ্ঠানে মোজাম্মেল হক রাহিম, রাইসুল ইসলাম রিফাত ও তাওহিদা রহমান নিসাসহ অন্যান্য সমন্বয়ক, শিক্ষক-শিক্ষিকা এবং কয়েকশত ছাত্র-ছাত্রী উপস্তিত ছিলেন। এতে শপথ পাঠ করান জহিরুল হক শান্ত।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও অভিভাবকরা জানায়, সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ে অনৈতিক আর্থিক সুবিধায় ক্ষমতার চেয়ারে বসে দীর্ঘদিন ধরে একের পর এক অপরাধ, অনিয়ম,দুর্নীতি করছিলেন স্কুলের প্রধান শিক্ষক জহিরুল হক। তার বিরুদ্ধে একাধিকবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েও কোন সুরাহা পাননি শিক্ষার্থী ও অভিভাবকরা। এতে তিনি বিগত বছরগুলোতে দুর্নীতি করে স্কুলের শিক্ষার পরিবেশন নষ্টের পাশাপাশি তিনি অবৈধভাবে অর্থ কামিয়েছেন।

শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী জানান, অনৈতিক কর্যকলাপ, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে অসদাচরণ, ভর্তি, কোচিং বাণিজ্যসহ নানা অপকর্ম করার পরও তিনি ক্ষমতার দাপট দেখিয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। শিক্ষার্তীদের অভিযোগ, তার রয়েছে বিলাশ বহুল একাধিক বাড়ি, গাড়ি ও ফ্ল্যাট। একজন প্রধান শিক্ষক হয়ে মাসে যে টাকা বেতন পান তা দিয়ে কিভাবে তিনি অল্প সময়ে অঢেল সম্পদের মালিক বনে গেলেন তা শিক্ষার্থীদের বোধগম্য নয় বলে তারা উল্লেখ করেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিদ্ধিরগঞ্জ ইউনিটের একজন নেতা জানান, শিক্ষা প্রতিষ্ঠান হবে অরাজনৈতিক। গণতান্ত্রিক উপায়ে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কমিটি নির্বাচন করা হবে। কোন শিক্ষক অবৈধভাবে ক্ষমতার প্রভাব খাটিয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে কুলুষিত করবে সেটা আমরা মেনে নিব না। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এলাকাবাসীকে নিয়ে তীব্র প্রতিবাদ গড়ে তুলব। তিনি বলেন, আমরা বিশ্বাস করি সকল সীমা অতিক্রম করে আমাদের আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি ফিরিয়ে আনতে সক্ষম হবো।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

সিদ্ধিরগঞ্জে তোপের মুখে স্কুলের প্রধান শিক্ষকের পলায়ন : দুর্নীতির বিরুদ্ধে শপথ শিক্ষার্থীদের

আপডেট সময় : ০৯:৩৫:৫০ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ থেকে পদত্যাগ করেছেন জহিরুল হক। আজ রবিবার সকালে শিক্ষার্থী ও অভিভাবকদের তোপের মুখে তিনি পদত্যাগ করেন। একই সঙ্গে এই স্কুল থেকে আলামিন হোসেন জীবন নামে আরো এক শিক্ষকও পদত্যাগ করেন। এরপর ছাত্র-ছাত্রীরা সানারপাড় শিক্ষা কমপ্লেক্স প্রাঙ্গনে দুর্নীতি বিরোধী শপথ পাঠ করেন। এতে কয়েকশতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।

রোববার বেলা ১১ টায় সিদ্ধিরগঞ্জের সানারপাড় শিক্ষা কমপ্লেক্সে “বৈষম্যবিরোধী ছাত্রসমাজ সিদ্ধিরগঞ্জ”-এর প্ল্যাটফর্মে এক মতবিনিময় সভা ও দুর্নীতি বিরোধী শপথ অনুষ্ঠান হয়। জহিরুল হক শান্ত-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভা ও দুর্নীতি বিরোধী শপথ অনুষ্ঠানে মোজাম্মেল হক রাহিম, রাইসুল ইসলাম রিফাত ও তাওহিদা রহমান নিসাসহ অন্যান্য সমন্বয়ক, শিক্ষক-শিক্ষিকা এবং কয়েকশত ছাত্র-ছাত্রী উপস্তিত ছিলেন। এতে শপথ পাঠ করান জহিরুল হক শান্ত।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও অভিভাবকরা জানায়, সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ে অনৈতিক আর্থিক সুবিধায় ক্ষমতার চেয়ারে বসে দীর্ঘদিন ধরে একের পর এক অপরাধ, অনিয়ম,দুর্নীতি করছিলেন স্কুলের প্রধান শিক্ষক জহিরুল হক। তার বিরুদ্ধে একাধিকবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েও কোন সুরাহা পাননি শিক্ষার্থী ও অভিভাবকরা। এতে তিনি বিগত বছরগুলোতে দুর্নীতি করে স্কুলের শিক্ষার পরিবেশন নষ্টের পাশাপাশি তিনি অবৈধভাবে অর্থ কামিয়েছেন।

শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী জানান, অনৈতিক কর্যকলাপ, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে অসদাচরণ, ভর্তি, কোচিং বাণিজ্যসহ নানা অপকর্ম করার পরও তিনি ক্ষমতার দাপট দেখিয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। শিক্ষার্তীদের অভিযোগ, তার রয়েছে বিলাশ বহুল একাধিক বাড়ি, গাড়ি ও ফ্ল্যাট। একজন প্রধান শিক্ষক হয়ে মাসে যে টাকা বেতন পান তা দিয়ে কিভাবে তিনি অল্প সময়ে অঢেল সম্পদের মালিক বনে গেলেন তা শিক্ষার্থীদের বোধগম্য নয় বলে তারা উল্লেখ করেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিদ্ধিরগঞ্জ ইউনিটের একজন নেতা জানান, শিক্ষা প্রতিষ্ঠান হবে অরাজনৈতিক। গণতান্ত্রিক উপায়ে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কমিটি নির্বাচন করা হবে। কোন শিক্ষক অবৈধভাবে ক্ষমতার প্রভাব খাটিয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে কুলুষিত করবে সেটা আমরা মেনে নিব না। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এলাকাবাসীকে নিয়ে তীব্র প্রতিবাদ গড়ে তুলব। তিনি বলেন, আমরা বিশ্বাস করি সকল সীমা অতিক্রম করে আমাদের আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি ফিরিয়ে আনতে সক্ষম হবো।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন